জীবন্ত স্ত্রীকে মাটিচাপা দেওয়ার চেষ্টা, ভিডিও ভাইরাল

জীবন্ত স্ত্রীকে মাটিচাপা দেওয়ার চেষ্টা, ভিডিও ভাইরাল

শেরপুরের শ্রীবরদীতে এক স্বামীর বিরুদ্ধে তারই জীবিত স্ত্রীকে মাটিচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিন ধরে ওই নারী অসুস্থ হওয়ায় এমনটি করেছে ওই স্বামী। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত।

শুক্রবার (৮ আগস্ট) সকালে উপজেলার কাকিলা কুড়া ইউনিয়নের খুশালপুর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত স্বামীর নাম খলিলুর রহমান। আর ভুক্তভোগী নারীর নাম খোরশেদা বেগম (৬০)। এ দম্পতির ঘরে চারটি সন্তান রয়েছে বলে জানা গেছে।

এদিকে, স্ত্রীকে জীবিত অবস্থায় কবর দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল হয়েছে।

শ্রীবরদী সদর থানার ওসি আনোয়ার জাহিদ জানান, শুক্রবার সকালে কৃষক খলিলুর তার অসুস্থ স্ত্রীকে ঘর থেকে টেনে বাড়ির উঠানে নিয়ে আসেন। সেখানে তাকে মারধর করেন। একপর্যায়ে গর্ত করে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে রাত ১১টার দিকে ঘটনাস্থলেই যায় পুলিশ। তবে, ওই সময় তারা অভিযুক্তকে পায়নি।

ওসি বলেন, আমরা খোঁজ নিয়ে জানতে পারি, খলিলুরের এক ছেলে বিদেশে থাকে এবং তার তিন মেয়ের বিয়ে হয়েছে। সন্তানেরা এ বাবা-মায়ের খোঁজ-খবর রাখেন না। একদিকে সংসারে আর্থিক টানাপোড়ন, অন্যদিকে স্ত্রী ছয় বছর ধরে শয্যাশায়ী। দীর্ঘদিন অসুস্থ স্ত্রীকে সেবা করতে করতে খলিলুর মানসিক অশান্তিতে ভুগছিলেন। এর জেরেই তিনি এমন ঘটনা ঘটিয়েছেন।

তিনি আরও বলেন, জীবন্ত মানুষকে মাটি দেওয়ার বিষয়টি অমানবিক এবং শাস্তিযোগ্য অপরাধ। কেউ অভিযোগ দিলে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।