চোখের আলো ফিরে পাওয়াদের খোঁজখবর নিলেন কায়সার কামাল
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বিভিন্ন এলাকার ৩৭৩ জন চোখের ছানি পড়া রোগী দশ ধাপে সফলভাবে অপারেশনের মাধ্যমে চোখের আলো ফিরে পেয়েছেন। এর মধ্যে ১৭৭ জন নারী ও ১৯৮ জন পুরুষ রোগী ছিলেন।
পুরো চিকিৎসা কার্যক্রমে সার্বিক সহায়তা করেছেন বিএনপির নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
সম্প্রতি কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অপারেশন হওয়া রোগীদের জন্য ফলোআপের ব্যবস্থা করেন তিনি। পাশাপাশি চিঠির মাধ্যমে নিয়মিত রোগীদের খোঁজ-খবর নিচ্ছেন এ কেন্দ্রীয় নেতা। তার এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরা।
উপজেলা বিএনপি কার্যালয় সূত্রে জানা গেছে, গত বছরের ৩০ নভেম্বর কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ‘ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প’ অনুষ্ঠিত হয়। এ ক্যাম্পে আর্থিক ও সার্বিক সহযোগিতা করেন বিএনপির নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
দিনব্যাপী চলা এ কার্যক্রমে প্রায় আড়াই হাজার রোগীকে চিকিৎসাসেবা দেন ময়মনসিংহের ডা. কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতাল। এ চিকিৎসায় অংশ নেন ৮জন চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকসহ একটি দল।
রোগীদের বিনামূল্যে চশমা ও ওষুধ বিতরণ করা হয়। এ সময় চোখে ছানি পরা ৩৭৩ জন রোগী শনাক্ত করা হয়। পরে দশটি ধাপে বিনামূল্যে তাদের অপারেশনের ব্যবস্থা করেন ব্যারিস্টার কায়সার কামাল।
অপরদিকে, ১৯ জানুয়ারি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে কলমাকান্দার নাজিরপুর ঈদ গাঁ মাঠে ‘ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
এতে চিকিৎসাসেবা প্রদানে সহযোগিতা করেন ডক্টর অ্যাসোসিয়শেন অব বাংলাদেশ (ড্যাব)। দিনব্যাপী চলা এ ক্যাম্পে কলমাকান্দা ও পাশের দুর্গাপুর থেকে আসা অন্তত পাঁচ হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়।
ঢাকা পিজি হাসপাতাল, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসা কেন্দ্র থেকে আসা অন্তত ৪৬ জন বিশেষজ্ঞ চিকিৎসক স্বাস্থ্যসেবা দেন। সেখানেও উপস্থিত থেকে আর্থিক ও সার্বিক সহযোগিতা করেন এই বিএনপি নেতা।
এ নিয়ে কথা হলে উপজেলার রংছাতি ইউনিয়নের নল্লাপাড়া গ্রামের আহমদ মিয়া (৭২) বলেন, গত তিন-চার বছর ধইরা চোখের অসুক লইয়া ভুগতাছি। টেহার অভাবে অতদিন ডাক্তার দেহাইতেও পাছিনা। কয়েক মাস আগে চক্ষু শিবিরে যাইয়া মাগনা ডাক্তার দেহাইছি। পরে কায়সার কামাল মাগনা অপারেশন করাইয়া দিছে। সোমবার একটি চিঠি দিয়ে আমার ছোখের খোঁজ নিছেন। আল্লাহ তারে ভালা রাখুক।
এ বিষয়ে জানতে চাইলে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘আর্ত-মানবতার সেবায় বিএনপি’ এটাই আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের স্লোগান। এ স্লোগানকে ধারণ করে কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলায় অসহায় মানুষের পাশে ধরানোর চেষ্টা করেছি। বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধপত্র বিতরণের পাশাপাশি চোখের ছানি পরা রোগীদেরও অপারেশনের ব্যবস্থা করা হয়েছে।