যৌতুকের জন্য পিটিয়ে হত্যা, ভাসুর গ্রেফতার

যৌতুকের জন্য পিটিয়ে হত্যা, ভাসুর গ্রেফতার

ময়মনসিংহের ত্রিশালে যৌতুকের জন্য ভাইয়ের স্ত্রীকে পিটিয়ে হত্যা মামলায় ভাসুর রফিকুল ইসলামকে (৫৫) ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) রাতে র‌্যাব-১ এর সহায়তায় রাজধানীর ক্যান্টনমেন্ট ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-১৪।

বুধবার দুপুরে র‌্যাব-১৪ ময়মনসিংহ সদর দপ্তরের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

মামলার এজাহার সূত্রে র‌্যাব জানায়, সেলিম মিয়া তার আপন ভাগিনা রাকিবুল ইসলামের (২২) সঙ্গে তার মেয়ে মোছা. ইয়াসমিনের (২১) বিয়ে দেন। বিয়ে দেওয়ার পর থেকেই রাকিবুল ইসলামসহ পরিবারের সদস্যরা যৌতুকসহ বিভিন্ন কারণে নির্যাতন ও মারপিট করত।

১৬ জুলাই ঘটনার দিন যৌতুকের দাবিতে ইয়াসমিনকে মারপিট করে গুরুতর জখম করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ইয়াসমিনের বাবা সেলিম মিয়া বাদী হয়ে ত্রিশাল থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

ঘটনার পর থেকে র‌্যাব ছায়াতদন্ত শুরু করে মামলার এজাহারনামীয় ৩নং আসামি নিহতের স্বামীর বড় ভাই রফিকুল ইসলামকে গ্রেফতার করে। তাকে ত্রিশাল থানায় হস্তান্তর করা হয়েছে।