ব্যাচেলর পয়েন্ট সিজন ৫-এ ফিরে এলো ‘নেহাল’

ব্যাচেলর পয়েন্ট সিজন ৫-এ ফিরে এলো ‘নেহাল’

কাজল আরেফিন অমি পরিচালিত ব্যাচেলর পয়েন্টের প্রথম দুই সিজনে কাবিলা, হাবু, পাশা ও শুভদের পাশাপাশি নেহাল চরিত্রে দর্শকপ্রিয়তা পেয়েছিলেন তৌসিফ মাহবুব।

তৃতীয় ও চতুর্থ সিজনে অন্যগুলো থাকলেও নেহাল চরিত্রটি ছিল না। নতুন খবর হচ্ছে, প্রচার হতে থাকা সিজন ৫-এর আসন্ন পর্বগুলোতে থাকছেন তৌসিফ মাহবুব।

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর এক পাঁচতারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা এলো।

যেখানে উপস্থিত ছিলেন তৌসিফ, অমি, বঙ্গের চিফ অব কনটেন্ট মুশফিকুর রহমান মঞ্জুসহ অনেকে।

কাজল আরেফিন অমি দ্য ডেইলি স্টারকে বলেন, 'ব্যাচেলর পয়েন্টের কোনো চরিত্রই বাদ দিতে চাইনি। প্রতিটি চরিত্রই আমার পছন্দের, আমার হাতে তৈরি। নেহালও তেমন। তাকে মিস করতাম। অবশেষে নেহাল ফিরে এলো।'

'যেহেতু ও ফিরে এসেছে, তাকে স্ক্রিনে আমরা সেভাবেই আবেগী কিছুর মাধ্যমে ওয়েলকাম করেছি। আগামী এপিসোড গুলোতেই নেহালকে দেখা যাবে,' বলেন তিনি।

প্রতি সপ্তাহের বৃহস্পতিবার ও শুক্রবার রাতে বুম ফিল্মের ইউটিউব এবং পরে চ্যানেল আইতে প্রচার হচ্ছে ব্যাচেলর পয়েন্ট সিজন ৫। এছাড়া প্রতি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার বঙ্গের ওটিটি প্ল্যাটফর্মে একসঙ্গে আট পর্ব করে দেখা যাচ্ছে।