
নেটফ্লিক্সের সবচেয়ে জনপ্রিয় ১০ সিনেমা কোনগুলো
১০. ‘ড্যামসেল’ডার্ক ফ্যান্টাসি ঘরানার সিনেমাটি নিয়ে মুক্তির আগে তেমন আলোচনা ছিল না। কিন্তু গত বছরের ৮ মার্চ বিশ্ব নারী দিবসে মুক্তির পরেই ওটিটির সবচেয়ে আলোচিত সিনেমার একটি হয়ে ওঠে এটি। হুয়ান কার্লোস ফ্রেসনাদিও পরিচালিত সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেন মিলি ববি ব্রাউন। ‘ড্যামসেল’ ডার্ক ফ্যান্টাসি ঘরানার সিনেমা। ছবির গল্প রাজকুমারী ইলোডিকে নিয়ে।৩১ আগস্ট, ২০২৫