খ্যাতি আর আয়ের অর্থ শুধু নিজেদের জন্য খরচ না করে, সিরাজ-মুসকান সেটি কাজে লাগিয়েছে গ্রামের জরাজীর্ণ স্কুলের উন্নয়নেছবি: কোলাজ

ভ্লগার সিরাজের ইউটিউব আয়ে দুর্গম গ্রামে আধুনিক স্কুল

পাকিস্তানের গিলগিত-বালতিস্তানের এক দুর্গম গ্রাম থেকে উঠে আসা শিশু ভ্লগার মোহাম্মদ সিরাজ ও তার বোন মুসকান। তারা শুধু জনপ্রিয় ইউটিউবারই নয়, সামাজিক পরিবর্তনেরও উদাহরণ। গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য আর মানুষের সহজ-সরল জীবনযাপন তুলে ধরে তারা অর্জন করেছে লাখো ভক্ত। তবে খ্যাতি আর আয়ের অর্থ শুধু নিজেদের জন্য খরচ না করে, সিরাজ-মুসকান সেটি কাজে লাগিয়েছে গ্রামের জরাজীর্ণ স্কুলের উন্নয়নে। অনুদান ও সহযোগিতার মাধ্যমে সেই পুরোনো স্কুল এখন রূপ নিয়েছে আধুনিক ‘জাকি একাডেমি’তে। তাদের এই উদ্যোগ প্রমাণ করেছে, সামাজিক যোগাযোগমাধ্যমও সমাজের কল্যাণে শক্তিশালী ভূমিকা রাখতে পারে।
১৭ সেপ্টেম্বর, ২০২৫
আমাদের মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
google-playapp-store
স্বত্ব © 24ONBD 2025