রাতে ওটিটিতে আসছে সুনেরাহ-নাঈমের ফ্ল্যাশ ফিকশন ‘খুব কাছেই কেউ’
ওটিটিতে আসছে রাবা খানের গল্প, সংলাপ ও চিত্রনাট্যে আরাফাত মোহসীন নিধি পরিচালিত ফ্ল্যাশ ফিকশন 'খুব কাছেই কেউ'।
আজ বুধবার দিবাগত ১২টা ১ মিনিটে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে কনটেন্টটি প্রকাশ পাবে।
এতে অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল ও এফ এস নাঈম। রোমান্স ড্রামা ঘরানার কনটেন্টটিতে আরও অভিনয় করেছেন পায়েল, মাহেরা ইনায়া কামাল, ফাহাদ রিয়াজ খান, আলিফ খান ও আসিকুজ্জামান অনিক।
এই ফ্ল্যাশ ফিকশনে সুনেরাহ অভিনয় করেছেন জেরিন চরিত্রে।
এ বিষয়ে তিনি বলেন, 'গল্পটি আমার খুব কাছের। গল্পকার ও নির্মাতা আমার দীর্ঘদিনের বন্ধু। তবে কাজটা কিন্তু বন্ধুত্বের খাতিরে করিনি। ভালো লেগেছে বলেই করেছি।'
রাকিন চরিত্রে অভিনয় করা এফ এস নাঈম বলেন, 'গল্পটিতে তরুণ–তরুণীর সংলাপ, তাদের বোঝাপড়া দর্শকদের ভালো লাগবে। যে মুহূর্তগুলো দেখানো হয়েছে, তা আমরা সবাই কম বেশি ফেস করি। তবে যার যার মতো করে ফেস করে। আমরা যেটা দেখাতে চেষ্টা করেছি, সেটা সবাই পছন্দ করবেন আশা করি।'
গল্পের ধারণা দিতে গিয়ে রাবা খান জানান, গল্পটি তরুণ–তরুণীর, যারা অ্যারেঞ্জ ম্যারেজের দিকে আগাচ্ছে। বিয়ের আগের ও বিয়ের দিনের কিছু ঘটনা দিয়ে সাজানো হয়েছে কাহিনী। একসময় তারা বুঝতে পারে কখনো কখনো সত্যিকারের সম্পর্ক খুঁজে পাওয়া যায়, তা যেভাবেই গড়ে উঠুক না কেন।'