অবশেষে দুই কিংবদন্তির ইচ্ছেপূরণ
কিছুদিন আগে এক সাক্ষাৎকারে একসঙ্গে গান করার ইচ্ছা পোষণ করেছিলেন দেশের দুই কিংবদন্তি সংগীতশিল্পী খুরশীদ আলম ও লীনু বিল্লাহ। কারণ ক্যারিয়ারে আলাদাভাবে অনেক জনপ্রিয় গান থাকলেও তাদের একসঙ্গে কোনো গান ছিল না।
সম্প্রতি তাদের সেই ইচ্ছা পূরণ করেছেন তিনি এ প্রজন্মের শিল্পী, সুরকার, সংগীত পরিচালক সম্রাট আহমেদ। তিনি এ দুই কিংবদন্তিকে দিয়ে একটি গান গাইয়েছেন। এটি লিখেছেন কানাডা প্রবাসী সাবেক সেনা কর্মকর্তা গীতিকার ফারুক আনোয়ারের। শিরোনাম ‘বন্ধু ও ভাই’। সুর ও সংগীতায়োজন করেছেন স্রমাট।
গাজীপুরের কালীগঞ্জে একটি রিসোর্টে গানটির মিউজিক ভিডিও চিত্রায়ণ হয়েছে। ভিডিওতেও অংশ নিয়েছেন খুরশীদ আলম ও লিনু বিল্লাহ। শিগ্গির এটি এফএ মিউজিক নামে একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে।
এ গান প্রসঙ্গে গীতিকার ফারুক আনোয়ার বলেন, ‘আমার পরম সৌভাগ্য আমাদের সংগীতাঙ্গনের কিংবদন্তি দুই শিল্পীর জন্য গান লিখেতে পেরেছি। তারা আমার লেখা পছন্দ করেছেন, যেন এটাই আমার জন্য অনেক বড় প্রাপ্তি।’