ব্যান্ড সংগীতের কিংবদন্তি আইয়ুব বাচ্চুর জন্মদিন আজ
ব্যান্ডসংগীত জগতের কিংবদন্তি আইয়ুব বাচ্চু। আজ তার জন্মদিন। ১৯৬২ সালের এই দিনে (১৬ আগস্ট) চট্টগ্রামে জন্মগ্রহণ করেন গিটারের জাদুকরখ্যাত প্রয়াত এ ব্যান্ড সংগীতশিল্পী। ২০১৮ সালের ১৮ অক্টোবর হঠাৎ ভক্তদের কাঁদিয়ে চলে যান না ফেরার দেশে। বেঁচে থাকলে হয়তো আজ ৬৩ বছরে পা রাখতেন এ রকস্টার।
আজ হাজারো ভক্ত-অনুরাগী নানাভাবে স্মরণ করছেন এ ব্যান্ড সংগীতশিল্পীকে। তিনি না থাকলেও তার রেখে যাওয়া সুর, গান আর রুপালি গিটার আজও হয়ে উঠেছে কয়েক প্রজন্মের অনুপ্রেরণা। শুধু ব্যান্ডসংগীতেই সীমাবদ্ধ ছিলেন না আইয়ুব বাচ্চু। ছিলেন একাধারে গায়ক, গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক। আধুনিক গান, লোকগীতি কিংবা সিনেমায় প্লেব্যাকের গান— সবখানেই রেখেছেন নিজের স্বাক্ষর।
তারকা খ্যাতির শীর্ষে থেকেও আইয়ুব বাচ্চু ছিলেন সাধারণের নাগালের মধ্যে। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি চেয়েছিলেন একজন ‘ভালো মানুষ’ হয়ে বেঁচে থাকতে। তাই তার মৃত্যুর পর শুধু সংগীতাঙ্গন নয়, কেঁদেছিল পুরো জাতি। অনুরাগীদের কাছে তিনি শুধু একজন সংগীতশিল্পী নন, ছিলেন এক জাদুকর, যিনি গিটারের তারে এঁকে দিতেন জীবনের গল্প।