কিরগিজস্তানে আয়োজিত ফোক মিউজিক ফেস্টিভ্যাল ‘রুখ সানাত’–এ দ্বিতীয় স্থান অর্জন করেছেন সংগীতশিল্পী সুচনা শেলীছবি: শিল্পীর সৌজন্যে

আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের সুচনা শেলীর সাফল্য

কিরগিজস্তানে আয়োজিত ফোক মিউজিক ফেস্টিভ্যাল ‘রুখ সানাত’–এ দ্বিতীয় স্থান অর্জন করেছেন সংগীতশিল্পী সুচনা শেলী। এই প্রতিযোগিতায় বাংলাদেশসহ ১৪টি দেশের ৮২ জন শিল্পী ও ব্যান্ড অংশ নিয়েছিল।

সুচনা শেলী তাঁর ‘দিব্য জ্ঞানী’ ব্যান্ডের মাধ্যমে এই প্রতিযোগিতায় তুলে ধরেন বাংলাদেশের সমৃদ্ধ লোকসংগীত ঐতিহ্য। পরিবেশন করেন সাধক ফকির লালন শাহ ও হাসন রাজার কালজয়ী গান, যা প্রতিযোগিতার বিচারকমণ্ডলী ও দর্শকদের হৃদয় জয় করে নেয়।

অনুভূতি জানিয়ে সুচনা শেলী বলেন, ‘এই মঞ্চে লালন ও হাসন রাজার গান গাইতে পারা, এবং তাতে বিশ্ববাসীর ভালোবাসা পাওয়া—আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ প্রাপ্তি। আমি এই অর্জন বাংলাদেশের মানুষ এবং আমার ব্যান্ড “দিব্য জ্ঞানী”-এর সব সদস্যকে উৎসর্গ করছি।’
বাবা আব্দুল জলিল সরদারের কাছে সুচনা শেলীর সংগীতে হাতে খড়ি। তিনি বাংলাদেশ ও কলকাতার একাধিক চলচ্চিত্রে প্লেব্যাক করেছেন।