'মেঘলা আকাশ' শিরোনামে নতুন একটি গান নিয়ে আসছেন জনপ্রিয় সংগীতশিল্পী ফাহমিদা নবী। গানে তার সঙ্গে যৌথভাবে কণ্ঠ দিয়েছেন আব্দুল।
গানের কথা লিখেছেন সুহানা ও আব্দুল এবং সংগীত পরিচালনা করেছেন আব্দুল।
সম্প্রতি শ্রীমঙ্গলের কয়েকটি লোকেশনে গানটির মিউজিক ভিডিওর শুটিং সম্পন্ন হয়েছে।
ফাহমিদা নবী বলেন, 'নতুন গানটি সবার ভালো লাগবে। রোমান্টিক একটা গান—কথা, সুর ও গায়কিতে ভালো কিছু আছে।'
তিনি বলেন, 'শ্রীমঙ্গলের সুন্দর সুন্দর লোকেশনে শুটিং হয়েছে। যত্ন নিয়ে কাজটি হয়েছে।'
'শিগগির গানটি ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে,' বলে জানান তিনি।