এনসিএল টি-টোয়েন্টি স্থগিত

এনসিএল টি-টোয়েন্টি স্থগিত

জাতীয় ক্রিকেট লীগ টি-টোয়েন্টি টুর্নামেন্টের চলতি আসর অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টুর্নামেন্টের প্রথম দিনই সিলেট এবং রংপুরের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। বৃষ্টির কারণে বগুড়াতে একটি বলও মাঠে গড়ায়নি, হয়নি টসও। সেদিনের প্রথম ম্যাচে রাজশাহীতেও ছিল বৃষ্টির হানা। শেষ পর্যন্ত বগুড়ার সব ম্যাচ নিয়ে যাওয়া হয় রাজশাহীতে। কিন্তু বৃষ্টিতে সেখানেও খেলা হচ্ছে না। ফলে শেষ পর্যন্ত টুর্নামেন্টই স্থগিত হয়ে গেলো।

এনসিএল টি-টোয়েন্টির গত আসর অনুষ্ঠিত হয়েছে শুধুমাত্র সিলেটে। তবে এবার নতুন করে দুইটা ভেন্যু যুক্ত বিসিবি। যেখানে সিলেটের সঙ্গে যুক্ত করা হয় রাজশাহী ও বগুড়াকে। তবে বৃষ্টির মৌসুম হওয়ায় খেলা চালানো কঠিন হয়ে গেছে।