‘আমি সত্যিই বার্সেলোনায় ফিরতে চাই, শহরটাতে অনেক স্মৃতি আছে’
বার্সেলোনার ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ ফুটবলার লিওনেল মেসি। স্প্যানিশ ক্লাবটির হয়ে সর্বোচ্চ গোলদাতা এই আর্জেন্টাইন তারকা ২০২৩ সালের মাঝামাঝি ইউরোপ ছেড়ে বর্তমানে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মিয়ামির হয়ে খেলছেন। তবে তিনি যেখানেই থাকুন না কেন, হৃদয়ের টান এখনো বার্সেলোনার দিকেই। মেসি জানিয়েছেন, তার স্ত্রী অ্যান্তোনেল্লা রোকুজ্জো ও সন্তানদের সঙ্গেও প্রায়ই বার্সেলোনায় ফেরা নিয়ে আলোচনা হয়।
যদিও মেসির ২০২১ সালে ক্লাব ছাড়ার পরিস্থিতি ও মুহূর্তটি ছিল অত্যন্ত বেদনাদায়ক। লা লিগার বেতনসীমা এবং ক্লাবের আর্থিক সংকটের কারণে মেসির চুক্তি নবায়ন সম্ভব হয়নি। অনেকে এর জন্য লা লিগা সভাপতি হাভিয়ের তেবাসকে দায়ী করেন, আবার কেউ কেউ দায় দেন ক্লাব প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তাকে। সেই বিদায়ের পর চার বছর পেরিয়ে গেলেও মেসি আর তার শৈশবের ক্লাবের মাঠে পা রাখেননি। তবে সম্প্রতি তিনি সংস্কারাধীন ক্যাম্প ন্যুতে হঠাৎ উপস্থিত হয়ে সবাইকে চমকে দেন। সামাজিক মাধ্যমে ছবিগুলো দেখে আবেগাপ্লুত হয়েছেন মেসি এবং বার্সেলোনার সমর্থকরা।
স্প্যানিশ দৈনিক দারিও স্পোর্তকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন, ‘আমি সত্যিই বার্সেলোনায় ফিরতে চাই। আমরা সবাই - আমি, স্ত্রী ও সন্তানরা শহরটাকে খুব মিস করি। আমাদের সেখানে ঘর আছে, অনেক স্মৃতি আছে, তাই আমরা ফেরার ব্যাপারে নিয়মিতই কথা বলি।’
প্রায় দুই বছর পর বার্সেলোনার খেলোয়াড়রা সম্প্রতি সংস্কারকাজ চলা ক্যাম্প ন্যুতে অনুশীলন করেছেন, যেখানে উপস্থিত ছিল ২০ হাজারেরও বেশি দর্শক। সেই মাঠে গোপনে ঘুরে গিয়ে মেসিও আবেগাপ্লুত হন। পরে সামাজিক মাধ্যমে তিনি জানান, ‘নতুন রূপে স্টেডিয়াম দেখা দারুণ লাগছে, যদিও আগের মতো নেই। এখানে আমার অসংখ্য স্মৃতি জড়িয়ে আছে, ভক্তদের ভালোবাসার জন্য আমি কৃতজ্ঞ।’
বিদায়ের সময়ের স্মৃতি মনে করে আর্জেন্টাইন এই মহাতারকা বলেন, ‘আমি এক অদ্ভুত অনুভূতি নিয়ে বার্সেলোনা ছেড়েছিলাম। শেষ মৌসুমটা ছিল দর্শকহীন, কারণ তখন মহামারি চলছিল। প্রায় পুরো জীবন এখানে কাটানোর পর সেইভাবে বিদায় নেওয়া ছিল অবিশ্বাস্য। আমি সবসময়ই ফিরতে চেয়েছি, সেটাই আমাদের পরিকল্পনা।’
লা মাসিয়া একাডেমি থেকেই মেসির বার্সেলোনা যাত্রা শুরু। সেখানেই তিনি বেড়ে উঠেছেন, পরিণত হয়েছেন বিশ্বের সেরা ফুটবলারে। মেসির ভাষায়, ‘শৈশবে এখানে আসাটা ছিল আশীর্বাদ। আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কেটেছে এই ক্লাব ও শহরে।’
২০০৪ সালে বার্সেলোনার মূল দলে অভিষেকের পর মেসি ক্লাবটির হয়ে ৭৭৮ ম্যাচে খেলেছেন, গোল করেছেন ৬৭২টি এবং জিতেছেন মোট ৩৫টি শিরোপা - যার মধ্যে আছে ৪টি চ্যাম্পিয়ন্স লিগ ও ১০টি লা লিগা শিরোপা।
লিওনেল মেসি বার্সেলোনা