গোড়ালির চোটে কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ (মঙ্গলবার) থেকে শুরু হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা।
সদ্য অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলেছেন রাবাদা। সিরিজে ৩ ম্যাচ খেলে ৫ উইকেট নেন তিনি।
ওয়ানডে সিরিজ শুরুর আগের দিন গোড়ালিতে অস্বস্তিবোধ করায় স্ক্যান করা হয় রাবাদার। রিপোর্টে তার গোড়ালিতে চোট ধরা পড়ে।