টস জিতে হংকংকে ব্যাটিংয়ে পাঠাল শ্রীলঙ্কা

টস জিতে হংকংকে ব্যাটিংয়ে পাঠাল শ্রীলঙ্কা

বাংলাদেশকে হারিয়ে দারুণ আত্মবিশ্বাসে থাকা লঙ্কানরা এবার চোখ রাখবে সুপার ফোরে ওঠার পথে আরও এক ধাপ এগিয়ে থাকার দিকে। শুধু জয় নয়, নেট রান রেট বাড়িয়েও নিজেদের অবস্থান মজবুত করার লক্ষ্য নিয়ে খেলতে আজ হংকংয়ের বিপক্ষে খেলতে নেমেছে তারা।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গ্রুপ ‘বি’র এই ম্যাচে হংকংয়ের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা।

হংকং একাদশ: জিশান আলি, আনশি রাঠ, বাবর হায়াত, নিজাকাত খান, শাহিদ ওয়াসিফ, কিনচিত শাহ, ইয়াসিম মুর্তজা (অধিনায়ক), আইজাজ খান, এহসান খান, আয়ুষ শুক্লা ও আতিক ইকবাল।

শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিসাঙ্কা, কুশাল মেন্ডিস, কামিল মিশারা, কুশাল পেরেরা, দাসুন শানাকা, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুশমন্ত চামিরা, মাহিশ থিকশানা ও নুয়ান থুসারা।

এফবি/আরইউ