ইয়ামালকে নিয়ে মুখোমুখি অবস্থানে বার্সেলোনা ও স্পেন

ইয়ামালকে নিয়ে মুখোমুখি অবস্থানে বার্সেলোনা ও স্পেন

লামিন ইয়ামালের পিঠের চোট বেশ ভাবাচ্ছে বার্সেলোনাকে। স্প্যানিশ লা লিগায় ভ্যালেন্সিয়ার ম্যাচে মাঠে নামতে পারছেন না এ তারকা ফরোয়ার্ড। চ্যাম্পিয়নস লীগের নতুন মৌসুমের প্রথম ম্যাচে আগামী বৃহস্পতিবার নিউক্যাসেল ইউনাইটেড ম্যাচেও শঙ্কা রয়েছে ইয়ামালকে নিয়ে। এমন অবস্থায় বার্সা কোচ হান্সি ফ্লিকের দাবি, আন্তর্জাতিক বিরতির সময় ইয়ামালের যত্ন ঠিকঠাকভাবে করেনি স্পেন। এর উত্তরে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) বলে, ইয়ামালের চোটের বিষয়ে স্প্যানিশ বোর্ডকে আন্তর্জাতিক বিরতির সময়ে কিছু জানায়নি বার্সা।

ঘরের মাঠে ভ্যালেন্সিয়া ম্যাচের আগে অনুশীলনও করতে পারেননি ১৮ বছর বয়সী ইয়ামাল। শনিবার সংবাদ সম্মেলনে বার্সার জার্মান কোচ ফ্লিক অভিযোগ তুলে বলেন, ‘লামিন (ইয়ামাল) ব্যথা নিয়ে জাতীয় দলে যায়। অনুশীলন করেনি, ব্যথা নিয়েই খেলেছে। তারা (স্পেন) প্রতিটি ম্যাচেই তিন গোলে এগিয়ে ছিল, তবুও তাকে যথাক্রমে ৭৯ ও ৭৩ মিনিট (বুলগেরিয়া ও তুরস্কের ম্যাচে) খেলানো হয়েছে। ম্যাচের মধ্যেও সে অনুশীলন করেনি। এটি খেলোয়াড়দের যত্ন নেওয়া নয়। স্পেন বিশ্বের সেরা দল, প্রতিটি পজিশনে তারা অসাধারণ। এ ধরনের ঘটনার জন্য আমি সত্যিই দুঃখিত।’

২০২১ থেকে ২০২৩ পর্যন্ত জার্মানি জাতীয় দলের দায়িত্ব পালন করেন ফ্লিক। নিজের সময়ে খেলোয়াড়দের বিষয়ে ক্লাবগুলোর সঙ্গে ঠিকই যোগাযোগ রাখেন তিনি। তবে তার অভিযোগ, ইয়ামালের বিষয়ে স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তের সঙ্গে তার যোগাযোগের ঘাটতি আছে। ৬০ বছর বয়সী ফ্লিক বলেন, ‘সম্ভবত আমার স্প্যানিশ ভালো নয়, তার ইংরেজিও ভালো নয়, এটিই সমস্যা। সাধারণত এ ধরনের যোগাযোগ আরও ভালো হওয়া উচিত। কারণ শুধু লামিন নয়, আমাদের আরও অনেক খেলোয়াড় স্পেন দলে যায়। আমি নিজেও একসময় জাতীয় দলের কোচ ছিলাম, জানি কাজটি কত কঠিন। তবে ক্লাবের সঙ্গে আমার যোগাযোগ সব সময় ভালো ছিল।’

যদিও, কাতালান ক্লাবের মিডিয়া অফিসার গ্যাব্রিয়েল মার্টিনেজ কিছুটা স্বস্তির খবরই দেন বার্সা ভক্তদের। তিনি বলেন, ‘এটি বড় কোনো চোট নয়, কেবল সামান্য অস্বস্তি। তবে নিউক্যাসেলের বিপক্ষে ম্যাচে তার অংশগ্রহণ করার বিষয়টি এখনও অনিশ্চিত।’

এদিকে স্পোর্ত-এর তথ্যমতে, স্পেন জাতীয় দলের ঘনিষ্ঠ সূত্র দাবি করেছে যে, ইয়ামালের আন্তর্জাতিক দায়িত্বে যোগদানের সময় স্পেন দলকে বার্সা কতৃপক্ষ চোট সংক্রান্ত কোনো রকম তথ্য দেয়নি। এছাড়া, দলের ফিজিওথেরাপিস্ট ফার্নান্দো গালান নিয়মিত মেডিকেল পরীক্ষায় ইয়ামালের শরীরে কোনো উল্লেখযোগ্য সমস্যা খুঁজে পাননি।

নতুন মৌসুমটাও দুর্দান্তভাবে শুরু করেন স্প্যানিশ ফরোয়ার্ড ইয়ামাল। লা লিগার প্রথম তিন ম্যাচে ২টি করে গোল ও অ্যাসিস্ট করেন তিনি। আন্তর্জাতিক বিরতিতে বুলগেরিয়া ও তুরস্কের বিপক্ষে দুই ম্যাচে করেন ৩ অ্যাসিস্ট।