রাশিয়ার মতো ইসরাইলেরও নিষেধাজ্ঞা চান স্পেনের ক্রীড়ামন্ত্রী
২০২২-এ ইউক্রেন আক্রমণ করার পর রাশিয়াকে বিভিন্ন আন্তর্জাতিক ক্রীড়াঙ্গন থেকে নিষিদ্ধ করা হয়। একইভাবে, ফিলিস্তিনের গাজা উপত্যকায় বর্বরতার কারণে ইসরাইলকেও নিষিদ্ধ করার দাবি তুলেছেন স্পেনের ক্রীড়ামন্ত্রী পিলার আলেগ্রিয়া। দেশটিতে বর্তমানে সাইক্লিংয়ের আন্তর্জাতিক টুর্নামেন্ট ভুয়েলতা আ এস্পানিয়া অনুষ্ঠিত হচ্ছে, যাতে অংশ নিচ্ছে ইসরাইল-প্রিমিয়ার টেক নামের একটি দল। এ নিয়ে স্পেনে প্রবল বিক্ষোভ দেখে গেছে।
যদিও প্রিমিয়ার টেক দলটি ইসরাইলের কোনো রাষ্ট্রীয় দল নয়। এটি ইসরাইলি-কানাডিয়ান ধনকুবের সিলভান অ্যাডামসের মালিকানাধীন একটি বেসরকারী দল। তবে ব্যাপক বিক্ষোভের মুখেও প্রতিযোগিতাটি থেকে সরে না আসায় ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দলটির প্রশংসা করেন। এতে করে স্পেনে প্রিমিয়ার টেককে নিয়ে ক্ষোভের পরিমাণ আরও বেড়ে যায়। দেশটির রেডিও স্টেশন কাদেনা এসইআরকে ক্রীড়ামন্ত্রী আলেগ্রিয়া বলেন, ‘এটি ব্যাখ্যা করা ও বোঝা কঠিন যে এখানে দ্বিচারিতা আছে। আমরা যখন প্রতিদিন গণহত্যা, হত্যাযজ্ঞ, ভয়াবহ পরিস্থিতি দেখতে পাচ্ছি, তখন আমি মনে করি আন্তর্জাতিক ফেডারেশন ও কমিটিগুলোর উচিত ২০২২-এর (রাশিয়ার) মতো একই সিদ্ধান্ত নেয়া।’ ৪৭ বছর বয়সী আলেগ্রিয়া আরও বলেন, ‘তারা (ইসরাইল) ৬০ হাজারের বেশি মানুষকে হত্যা করেছে, শিশু-নবজাতকেরা না খেয়ে মরছে, হাসপাতাল ধ্বংস হয়ে গেছে।
তাই খেলাধুলার ক্ষেত্রেও রাশিয়ার মতো একটি অবস্থান নেয়া জরুরি। রাশিয়ান কোনো দল, ক্লাবকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে দেয়া হচ্ছে না। ব্যক্তিগত ইভেন্টে খেলোয়াড়দের নিরপেক্ষ পতাকা নিয়ে, জাতীয় সংগীত ছাড়াই অংশ নিতে হচ্ছে।’ স্প্যানিশদের বিক্ষোভের প্রভাব এবারের ভুয়েলতা আ এস্পানিয়ার কয়েকটি ধাপে দেখা গেছে। বিক্ষোভের কারণেই প্রতিযোগিতার ১১তম ও ১৬তম ধাপের দৈর্ঘ্য কমানো হয়েছে। অন্যদিকে, বুধবারের ১৮তম ট্রায়ালও নিরাপত্তার কথা ভেবে সংক্ষিপ্ত করা হয়। আলেগ্রিয়ার দাবি, ভুয়েলতা আ এস্পানিয়ার আয়োজকরা যেন ইসরাইল-প্রিমিয়ার টেক দলটিকে প্রতিযোগিতা থেকে সরিয়ে নেয়। তিনি জানান, স্পেন সরকার চাইলেই প্রিমিয়ার টেককে নিষিদ্ধ করতে পারবে না। এ সিদ্ধান্ত শুধুমাত্র সাইক্লিংইয়ের বিশ্ব নিয়ন্ত্রক সংস্থা ইউসিআই নিতে পারে। আগামী ১৪ই সেপ্টেম্বর রাজধানী মাদ্রিদে টুর্নামেন্টটির পর্দা নামবে। শেষ ধাপে শহরটির প্রবেশমুখেও বিক্ষোভ হওয়ার সম্ভাবনা আছে।
২০২২-এ ইউক্রেনে হামলা চালিয়ে ও তার আগে ডোপিং স্ক্যান্ডালে জড়িয়ে বেশ কিছু ক্রীড়াঙ্গন থেকে নিষেধাজ্ঞার খড়গ নেমে আসে ভ্লাদিমির পুতিনের রাশিয়ার ওপর। আসন্ন ২০২৬ শীতকালীন অলিম্পিকসসহ ফুটবল, বাস্কেটবল, টেনিসের মতো খেলাগুলোর ফেডারেশন থেকে নিষেধাজ্ঞায় আছে দেশটি।