ব্রিটিশ ট্রান্সফার ফির রেকর্ড ভেঙে আলেকসান্দার ইসাককে দলে নেয় লিভারপুল। ছবি: লিভারপুল

গ্রীষ্মের দলবদলে খরচ হাজার কোটি ডলার ছুঁইছুঁই

দিন যত গড়াচ্ছে, ফুটবলারদের দলবদলে অর্থের দাপট ততই বাড়ছে। গত এক দশক ধরে এর মাত্রা চোখে পড়ার মতো। তবে, এবার পূর্বের সব রেকর্ড অনেক ব্যবধানে পেছনে পড়ে গেছে। সদ্য শেষ হওয়া গ্রীষ্মের দলবদলেই বিশ্বব্যাপী ক্লাবগুলোর খেলোয়াড় কেনার পেছনে খরচ হয়েছে এক হাজার কোটি ডলারের কাছাকাছি!

বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফা বুধবার এবারের দলবদলের বিস্তারিত তথ্য জানিয়েছে।

ক্লাবগুলোর মধ্যে আন্তর্জাতিকভাবে ১২ হাজার খেলোয়াড়ের দলবদল হয়েছে, এজন্য মোট খরচের পরিমাণ ৯৭৬ কোটি ডলার। গত বছরের এই সময়ের দলবদলের চেয়ে যা ৫০ শতাংশ বেশি।

নারী ফুটবলেও দলবদলের নতুন রেকর্ড হয়েছে, মোট এক হাজার ১০০ খেলোয়াড়ের ঠিকানা বদলেছে এবং মোট ট্রান্সফার ফি ছাড়িয়ে গেছে এক কোটি ২০ লাখ ডলার।

কোনো একক লিগের ক্লাবগুলোর খরচ হিসাব করলে সবচেয়ে বেশি ব্যয় করেছে ইংল্যান্ডের প্রিমিয়ার লিগ। খেলোয়াড় কিনতে কেবল প্রিমিয়ার লিগের ২০টি ক্লাবই খরচ করেছে ৩০০ কোটি ডলারের বেশি।

আর ফুটবলার বিক্রি করে আয়ের হিসেবে সবার ওপরে জার্মান ক্লাবগুলো। তারা মোট আয় করেছে ৮৯ কোটি ৩০ লাখ ডলার।

অবশ্য তারা ব্যয়ও করেছে বেশ। এই তালিকায় প্রিমিয়ার লিগের পর দ্বিতীয় স্থানে আছে তারা, খরচ করেছে ৯৮ কোটি ডলার।