রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন সদ্য বিসিবির দুর্নীতি দমন কমিশনে পরামর্শক হিসেবে নিয়োগ পাওয়া অ্যালেক্স মার্শাল।
মঙ্গলবার বৈঠকটি অনুষ্ঠিত হয়। এর আগে, গতকাল ঢাকায় আসেন গেল বছরের সেপ্টেম্বর পর্যন্ত আইসিসির এসিইউর জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করা মার্শাল।
বিসিবির দুর্নীতিবিরোধী কার্যক্রম তদারকির জন্য তার সাথে এক বছরের জন্য চুক্তি করা হয়েছে। ১০ আগস্টের সর্বশেষ বোর্ড সভায় তাকে নিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়।
আসন্ন এনসিএল টি-টোয়েন্টি এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগসহ (বিপিএল) ঘরোয়া প্রতিযোগিতায় মনিটরিং ব্যবস্থা জোরদার বিষয়ে বোর্ড কর্মকর্তাদের সাথে আলোচনা হয়েছে মার্শালের।