হামজা চৌধুরী। ছবি : সংগৃহীত

জয় দিয়ে শুরু হলো হামজাদের নতুন মৌসুম

ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে অবনমিত হয়ে নতুন মৌসুমে চ্যাম্পিয়নশিপে খেলছে লেস্টার সিটি। ২০২৫/২৬ মৌসুমের প্রথম ম্যাচে শেফিল্ড ওয়েডনেসডেকে ২-১ গোলে হারিয়ে জয় দিয়ে যাত্রা শুরু করেছে হামজা চৌধুরীর দল। যদিও বাংলাদেশি বংশোদ্ভূত এই মিডফিল্ডার ছিলেন সাইড বেঞ্চে। মাঠে নামার সুযোগ পাননি তিনি।

শনিবার (৯ আগস্ট) লেস্টারের কিং পাওয়ার স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলে শেফিল্ড ওয়েডনেসডে। ২৬তম মিনিটে নাথানিয়েল চ্যালোবাহের শট লেস্টার গোলরক্ষক ঠেকাতে ব্যর্থ হলে বল জালে জড়ায়। আর এতেই দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নিয়ে যায় তারা।

আরো পড়ুন : প্রথমবার অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপে বাংলাদেশ

তবে ধীরে ধীরে ম্যাচে ফিরতে থাকে লেস্টার। একাধিক সুযোগ পেলেও শেফিল্ডের গোলরক্ষক পিয়ার্স চার্লস দারুণ সেভে লেস্টারকে সমতায় ফিরতে দেননি। অবশেষে ৫৪ মিনিটে ইয়ানিক ভেস্টারগার্ড কাছ থেকে শট নিয়ে গোল করে ১-১ সমতা ফেরান।

৭৬তম মিনিটে শেফিল্ড অধিনায়ক ব্যারি বানান দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন, ফলে দলটি ১০ জনে নেমে আসে। সংখ্যাগত সুবিধা কাজে লাগিয়ে ৮৭ মিনিটে কর্নার থেকে ওয়াউট ফায়েসের নিখুঁত হেডে লেস্টার জয় নিশ্চিত করে ২-১ ব্যবধানে।

নতুন কোচ মার্তি সিফুয়েন্তেসের অধীনে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেল লেস্টার সিটি। মৌসুমের শুরুতে এই জয় দলটির আত্মবিশ্বাস বাড়িয়ে দিলেও হামজা চৌধুরীর মাঠে নামা এখনো অপেক্ষায়।