শুরুতেই চাপে বাংলাদেশ। পাওয়ার প্লেতেই হারিয়ে ফেলেছে জোড়া উইকেট। ফিরেছেন দুই ওপেনারই। থিতু হয়েও ইনিংস বড় করতে পারেনি তানজিদ তামিম-পারভেজ ইমন জুটি।
১৪৪ রান আধুনিক ক্রিকেটে যদিও কঠিন কিছু নয়, তবে আবুধাবিতে চ্যালেঞ্জিং লক্ষ্যই বটে। চ্যালেঞ্জটা সহজ করতে ভূমিকা রাখতে হতো ওপেনারদের। তবে পারেননি তারা, পাওয়ার প্লেতেই আউট হন দুজনেই।
জোড়া বাউন্ডারি হাঁকিয়ে দারুণ কিছুর আভাস দিচ্ছিলেন ইমন। তবে ইনিংস বড় করতে পারেনি, তৃতীয় ওভারেই ফেরেন ১৪ বলে ১৯ করে। থিতু হয়ে ইনিংস টানতে পারেননি তামিমও।
তামিম আউট হন ১৮ বলে ১৪ করে। ৫.৪ ওভারে ৪৭ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। এই মুহূর্তে দলকে টানছেন লিটন দাস (১৩) ও তাওহীদ হৃদয় (১১)। এই মুহূর্তে দলের রান ৯ ওভারে ৭০/২।
এখনো জয়ের জন্য প্রয়োজন ৬৬ বলে ৭৪ রান।
উল্লেখ্য, বৃহস্পতিবার এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেছে টাইগাররা, মুখোমুখি হয় হংকংয়ের। আবুধাবিতে টসে হেরে আগে ব্যাট করে ৭ উইকেটে ১৪৩ রান করে হংকং।