পাকিস্তানের এশিয়া কাপ স্কোয়াডে নেই বাবর-রিজওয়ান
আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগের মতোই নেতৃত্বে থাকছেন সালমান আগা। তবে সবচেয়ে বড় চমক হলো টি–টোয়েন্টি ফরম্যাটে আবারও উপেক্ষিত হলেন সিনিয়র তারকা বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান।
এশিয়া কাপে পাকিস্তান খেলবে ‘এ’ গ্রুপে। তাদের প্রতিপক্ষ ভারত, ওমান ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। ১২ সেপ্টেম্বর ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে পাকিস্তান। এরপর ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত হবে হাইভোল্টেজ ভারত–পাকিস্তান ম্যাচ।