প্রতিপক্ষের মাঠে ১০ জনের দল নিয়ে জয় রিয়ালের

প্রতিপক্ষের মাঠে ১০ জনের দল নিয়ে জয় রিয়ালের

শনিবার সোসিয়েদাদের মাঠেই জয়ের দেখা পায় রিয়াল মাদ্রিদ। এদিন ১০জনের স্কোয়াড নিয়েও ২-১ গোলে এগিয়ে থেকে মাঠ ছাড়ে জাভি আলোন্সোর দল। এ নিয়ে টানা চার ম্যাচে জয় পেলো রিয়াল।
এদিন ম্যাচের ১২তম মিনিটে মাদ্রিদকে এগিয়ে নেন কিলিয়ান এমবাপ্পে। এরপর ৩১তম মিনিটে ১০ জনের দলে পরিণত হয় লস ব্লান্সোরা। প্রতিপক্ষ সোসিয়েদাদের খেলোয়াড়কে ফাউল করে লাল কার্ডে মাঠ ছাড়েন ডিন হুইসেন। এ নিয়ে রিয়াল মাদ্রিদের জার্সিতে আট ম্যাচ খেলে দু’টি লাল কার্ড দেখেন স্প্যানিশ এ তরুণ প্লেয়ার। ম্যাচের হাফ টাইমের আগে ৪৪তম মিনিটে আর্দা গুলেরের স্ট্রাইকে দ্বিতীয় গোল করে রিয়াল।

বিরতি থেকে ফিরে অবশ্য রক্ষনভাগ ঠেকাতে ব্যস্ত হয়ে পড়ে রিয়াল। এরপর কিছু চেষ্টার পর ৫৬তম মিনিটে মিকেল ওয়াইয়ারজাবাল পেনাল্টি থেকে একটি গোল শোধ দিলে ম্যাচে ফেরে সোসিয়েদাদ। ম্যাচের শেষ সময়ে কিলিয়ান এমবাপ্পে একটা সুযোগ তৈরি করলেও তা লক্ষ্যভেদ হয়নি। ৬৫তম মিনিটে সমতা ফেরানোর সুযোগ পান ওইয়ারসাবাল। এবার কাছ থেকে তার শট ঠেকান রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়া। ৮৪তম মিনিটে আবার দলকে রক্ষা করেন বেলজিয়ান এ কিপার। ম্যাচে এ সময়ে এগিয়ে এসে আরও একবার ওইয়ারসাবালের প্রচেষ্টা রুখে দেন তিনি। এদিন প্রায় ৬৪ শতাংশ পজিশন রেখে গোলের জন্য মোট ২৩টি শট নেয় সোসিয়েদাদ। যদিও লক্ষ্যে ছিল কেবল চারটি। আর রিয়ালের ১৬ শটের লক্ষ্যে ছিল ৬টি শট।