ভারত সফরের টেস্ট দলে চন্দরপল-আথানাজে, বাদ ব্র্যাথওয়েট

ভারত সফরের টেস্ট দলে চন্দরপল-আথানাজে, বাদ ব্র্যাথওয়েট

আগামী মাসে ভারতের বিপক্ষে দুই টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। ১৫ সদস্যের দলে ফিরেছেন ওপেনার তাগেনারিন চন্দরপল ও ব্যাটার আলিক আথানাজে। তবে জায়গা হয়নি সাবেক অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েটের।

ভারতের স্পিন-বান্ধব কন্ডিশন মাথায় রেখে প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন বাঁহাতি স্পিনার খারি পিয়েরে। অভিষেকের অপেক্ষায় থাকা এই স্পিনারকে রাখা হয়েছে দ্বিতীয় স্পিনার হিসেবে। স্পিন আক্রমণ সামলাবেন সহ-অধিনায়ক জোমেল ওয়ারিকান। বিশ্রামে রাখা হয়েছে আরেক বাঁহাতি স্পিনার গুডাকেশ মোতিকে, যাকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সতেজ রাখতে চাইছে ক্যারিবীয় দল।

হেড কোচ ড্যারেন স্যামি মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, 'চন্দরপলের ফেরা আমাদের ওপেনিং সমস্যার সমাধান খুঁজতে সহায়ক হবে। আথানাজেকে দলে রাখা হয়েছে তার স্পিনের বিপক্ষে দক্ষতার কারণে। আর খারিকে প্রথমবার ডাকা হয়েছে কারণ ভারতের কন্ডিশনে দ্বিতীয় স্পিনার দরকার হবে বলে আমরা বিশ্বাস করি।'

তিনি আরও যোগ করেন, 'সাব-কন্টিনেন্টে খেলা সবসময়ই বড় চ্যালেঞ্জ। আমরা এমন একটি দল বেছে নিয়েছি, যারা এখানে প্রতিযোগিতামূলক হতে পারবে।'

অন্যদিকে, ব্র্যাথওয়েটের বাদ পড়া নিয়ে প্রশ্ন তোলার জায়গা খুব একটা নেই। অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ সিরিজের প্রথম দুই টেস্টে চার ইনিংসে তিনি করেছিলেন মাত্র ১৫ রান। তৃতীয় টেস্টে তাকে বাদ দেওয়া হয়, এবং কিংস্টনে সেই ম্যাচেই অজিরা ৩-০ ব্যবধানে সিরিজ জয়ের কাজ শেষ করে।

আহমেদাবাদে ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ২ অক্টোবর। দ্বিতীয় ও শেষ টেস্ট খেলানো হবে ১০ অক্টোবর, দিল্লিতে।

ওয়েস্ট ইন্ডিজ দল: রোস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিকান, কেভলন অ্যান্ডারসন, আলিক আথানাজে, জন ক্যাম্পবেল, তাগেনারিন চন্দরপল, জাস্টিন গ্রিভস, শাই হোপ, টেভিন ইমলাচ, আলজারি জোসেফ, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, অ্যান্ডারসন ফিলিপ, খারি পিয়েরে, জেইডেন সিলস।