লোপেস-রাফিনিয়া-লেভানদোভস্কির জোড়া গোলে বার্সেলোনার বড় জয়
আন্তর্জাতিক ফুটবলের বিরতির পর প্রথমবার মাঠে নেমে পুরোটা সময় দাপুটে পারফরম্যান্স উপহার দিল বার্সেলোনা। চমৎকার ফিনিশিংয়ে দলকে এগিয়ে নেওয়ার পর চোখধাঁধানো একটি গোল করলেন ফের্মিন লোপেস। বদলি নেমে জোড়া গোল করলেন রাফিনিয়া আর রবের্ত লেভানদোভস্কিও। ভালেন্সিয়ার জালে আধ ডজন গোল দিয়ে জয়ে ফিরল হান্সি ফ্লিকের দল।
৬ হাজার দর্শক ধারণক্ষমতার ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে রোববার রাতে লা লিগার ম্যাচটি ৬-০ গোলে জিতেছে শিরোপাধারীরা। পাঁচটি গোল তারা করেছে দ্বিতীয়ার্ধে।
ম্যাচে বার্সেলোনার দাপটের চিত্র স্পষ্ট অন্যান্য পরিসংখ্যানেও। ৭২ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ২৪টি শট নিয়ে ১০টি লক্ষ্যে রাখতে পারে তারা। ভালেন্সিয়া গোলে শট নিতে পারে মাত্র দুটি, যার একটি ছিল লক্ষ্যে।
শিরোপা ধরে রাখার অভিযানে প্রথম দুই ম্যাচে জয়ের পর আন্তর্জাতিক ফুটবলের বিরতির আগে রায়ো ভাইয়েকানোর সঙ্গে ড্র করেছিল বার্সেলোনা। চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে তারা। ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রেয়াল মাদ্রিদ।
আসরে প্রথম তিন ম্যাচ প্রতিপক্ষের মাঠে খেলার পর এই প্রথম ঘরের মাঠে খেলল বার্সেলোনা। প্রাথমিকভাবে ম্যাচটি খেলার কথা ছিল কাম্প নউয়ে। কিন্তু দুই বছর ধরে সংস্কার চলমান এই স্টেডিয়াম যথাসময়ে প্রস্তুত না হওয়ায় পরিকল্পনা বদলাতে হয় কাতালান দলটিকে।
চোটের কারণে দলের গুরুত্বপূর্ণ সদস্য লামিনে ইয়ামালকে এই ম্যাচে পায়নি বার্সেলোনা। পজেশনে শুরু থেকে আধিপত্য করা দলটি প্রথম বড় সুযোগ পায় দশম মিনিটে। গোলরক্ষককে একা পেয়ে যান ফেররান তরেস, কিন্তু তার চিপ শট ক্রসবার ঘেঁষে বেরিয়ে যায়।
পঞ্চদশ মিনিটে লোপেসের শট ঠেকিয়ে দেন ভালেন্সিয়া গোলরক্ষক। ২৯তম মিনিটে দারুণ ফিনিশিংয়ে দলকে এগিয়ে নেন এই স্প্যানিশ মিডফিল্ডার। সতীর্থের ক্রসে প্রথম স্পর্শে পা ছুঁয়ে দারুণ পাস দেন তরেস, বক্সে ঢুকে ডান পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন লোপেস।
আক্রমণ চালিয়ে গেলেও প্রথমার্ধে জালের দেখা আর পায়নি বার্সেলোনা। প্রথমার্ধে গোলের জন্য মোট ১১টি শট নিয়ে তিনটি লক্ষ্যে রাখতে পারে তারা। এই সময়ে ভালেন্সিয়া গোলে কোনো শটই নিতে পারেনি।
দ্বিতীয়ার্ধের শুরুতে সুযোগ হারান তরেস। মার্কাস র্যাশফোর্ডের পাসে কাছ থেকে তার শট লাগে পোস্টে। ৫৩তম মিনিটে তার শট দারুণভাবে ঠেকিয়ে দেন গোলরক্ষক।
৫৩ থেকে ৫৬, এই চার মিনিটের মধ্যে আরও দুই গোল করে জয়ের পথে এগিয়ে যায় বার্সেলোনা।
ব্যবধান দ্বিগুণ করেন দ্বিতীয়ার্ধের শুরুতে বদলি নামা রাফিনিয়া। র্যাশফোর্ডের ক্রস বক্সে ক্লিয়ার করার সুযোগ পেয়েও বলে পা ছোঁয়াননি ভালেন্সিয়ার ডিফেন্ডার, তিনি বুঝতেই পারেননি যে তার পেছনে পৌঁছে গেছেন রাফিনিয়া, কাছ থেকে স্লাইডে বল জালে পাঠান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
লোপেসের দ্বিতীয় গোলটি ছিল দর্শনীয়। মার্ক কাসাদোর পাস ধরে একটু এগিয়ে ২৫ গজ দূর থেকে বাঁ পায়ের বুলেট গতির শটে ঠিকানা খুঁজে নেন ২২ বছর বয়সী ফুটবলার।
৬৬তম মিনিটে নিজের দ্বিতীয় গোলে স্কোরলাইন ৪-০ করেন রাফিনিয়া। সতীর্থের ক্রস বক্সে ভালেন্সিয়ার এক ডিফেন্ডারের হাতে লাগার পর জোরাল হাফ ভলিতে জালে পাঠান তিনি।
এরপরই র্যাশফোর্ড ও তরেসকে তুলে দানি ওলমো ও লেভানদোভস্কিকে নামান বার্সেলোনা কোচ।
এই দুই বদলির নৈপুণ্যেই ১০ মিনিট পর পঞ্চম গোলের দেখা পায় বার্সেলোনা। ক্লাবটির হয়ে দেড়শতম ম্যাচ খেলতে নেমে দ্রুতই স্কোরশিটে নাম তোলেন লেভানদোভস্কি। ওলমোর পাস বক্সে নিয়ন্ত্রণে নিয়ে শট নেন পোলিশ তারকা, বল ক্রসবারের নিচের দিকে লেগে জালে জড়ায়।
হ্যাটট্রিকের সুযোগ একাধিকবার পেলেও কাজে লাগাতে পারেননি রাফিনিয়া। নির্ধারিত সময়ের চার মিনিট বাকি থাকতে নিজের দ্বিতীয় গোলের দেখা পান লেভানদোভস্কি। মার্ক বের্নালের পাস বক্সে পেয়ে গোলরক্ষককে পরাস্ত করেন ৩৭ বছর বয়সী স্ট্রাইকার।
চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শুরুর আগে বার্সেলোনার প্রস্তুতিটা দারুণ হলো। ইউরোপ সেরার প্রতিযোগিতায় আগামী বৃহস্পতিবার নিউক্যাসল ইউনাইটেডের মাঠে খেলবে ফ্লিকের দল।