টস হেরে ব্যাটিংয়ে পাকিস্তান

টস হেরে ব্যাটিংয়ে পাকিস্তান

শ্রীলংকার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে পাকিস্তান ক্রিকেট দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় মুখোমুখি এশিয়ার এই দুই দল। পাকিস্তানের রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।

মঙ্গলবার রাওয়ালপিন্ডিতে টস হেরে ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়ে যায় পাকিস্তান। ইনিংসের পঞ্চম ওভারের প্রথম বলেই উইকেট হারান সাইম আইয়ুব। তিনি ১৪ বল খেলে মাত্র ৬ রানে আউট হন।

এরপর বাবর আজমের সঙ্গে ৮২ বলে ৫৪ রানের জুটি গড়ে ফেরেন আরেক ওপেনার ফখর জামান। তিনি ৫৫ বলে দুই চার আর এক ছক্কায় ৩২ রান করে ফেরেন।

চার নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেননি উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। তিনি ৮ বলে ১ রানে আউট হন। টেস্টের আদলে ব্যাট করে আউট হন সাবেক অধিনায়ক বাবর আজম। তিনি ৫১ বল খেলে তিন বাউন্ডারিতে ২৯ রান করে ফেরেন।

২৩.২ ওভারে ৯৫ রানে ৪ উইকেট পতনের পর দলের হাল ধরেন সালমান আলি আগা ও হুসেন তালাত। তারা পঞ্চম উইকেটে ১২১ বলে ১৩৮ রানের জুটি গড়েন। এই জুটিতেই দুইজনে ফিফটি পূর্ণ করন।

৪৩.৩ ওভারে দলীয় ২৩৩ রানে এলবিডব্লিউ হয়ে ফেরেন হুসেইন তালাত। তিনি ৬৩ বলে তিন চার আর এক ছক্কায় ৬২ রান করে ফেরেন।

পাকিস্তান ক্রিকেট