বাংলাদেশ জাতীয় ফুটবল দল |সংগৃহীত

জামালদের নিরাপদ প্রত্যাবর্তনে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে সরকার

নেপালে চলমান বিক্ষোভ ও সহিংস পরিস্থিতির কারণে বাংলাদেশ জাতীয় ফুটবল দল দেশে প্রত্যাবর্তনে বিলম্বিত হয়েছে। তবে তাদের নিরাপদে প্রত্যাবর্তনে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ সরকার।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

আজ স্থানীয় সময় দুপুর ৩টায় নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জামাল ভূঁইয়াদের দেশে ফেরার কথা থাকলেও পরিস্থিতির অবনতির কারণে বিমানবন্দর কর্তৃপক্ষ সব ফ্লাইট বাতিল করে। ফলে দলের খেলোয়াড় ও কর্মকর্তাবৃন্দ বর্তমানে টিম হোটেলে অবস্থান করছেন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ দলের নিরাপত্তা ও নির্বিঘ্ন প্রত্যাবর্তন নিশ্চিত করতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, প্রধান উপদেষ্টার দফতর এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা দলের দ্রুত ও নিরাপদ প্রত্যাবর্তনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সক্রিয়ভাবে কাজ করছেন। এ বিষয়ে নেপালস্থ বাংলাদেশ দূতাবাসের সাথে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

সরকারবিরোধী আন্দোলনে উত্তপ্ত নেপাল। দফায় দফায় সংঘর্ষ, হামলা ও বিভিন্ন ভবনে আগুন দেয়ার ঘটনাও দেখা গেছে। সেখানে প্রীতি ম্যাচ খেলতে গিয়ে আটকা পড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।