এশিয়া কাপে আলোচনার কেন্দ্রে হ্যান্ডশেক বিতর্ক

এশিয়া কাপে আলোচনার কেন্দ্রে হ্যান্ডশেক বিতর্ক

এশিয়া কাপে রোববার পাকিস্তানকে সহজেই হারিয়ে দিয়েছে ভারত। কিন্তু ম্যাচের ফলাফল ছাপিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে হ্যান্ডশেক বিতর্ক।
পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমে নিজেদের মতো করে প্রতিবাদ জানিয়েছেন ভারতীয় ক্রিকেটারেরা। ম্যাচের শুরুতে টসের পর পাকিস্তানের অধিনায়কের সঙ্গে ভারতের অধিনায়ক হ্যান্ডশেক করেননি। খেলার শেষেও ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত না মিলিয়েই মাঠ ছেড়েছেন।

খেলা শেষে সাংবাদিক বৈঠকে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবকে প্রশ্ন করা হয়েছিল, ভারত কি খেলোয়াড়ি মানসিকতা দেখায়নি? জবাবে ভারত অধিনায়ক বলেন, ‘কিছু কিছু বিষয় শুধু খেলোয়াড়ি মানসিকতা দিয়ে বিচার করা যায় না। সেটাকেও ছাপিয়ে যায়। আমরা পেহেলগাম হামলায় নিহতদের পরিবারের পাশে রয়েছি। ভারতের সাহসী সেনাবাহিনীর পাশেও রয়েছি।’

ভারতীয় দলের এই প্রতিকী প্রতিবাদ নিয়ে পাকিস্তানের ক্রিকেটাররা স্বাভাবিকভাবেই অসন্তুষ্ট হয়েছেন। প্রতিবাদে তারা পুরষ্কার প্রদান অনুষ্ঠান বয়কট করেছেন। ভারত অধিনায়ক অবশ্য টসের পরে হাত না মেলানো ছাড়াও খেলা শেষে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত না মিলিয়ে সূর্যকুমার সতীর্থ শিবম দুবেকে সঙ্গে নিয়ে সোজা সাজঘরে ফিরে যান। ভারতের বাকি ক্রিকেটার ও সাপোর্ট স্টাফেরা সাজঘর থেকে নামেননি। অথচ সালমনসহ গোটা পাক দল অপেক্ষা করছিলেন ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে হাত মেলানোর জন্য। পাকিস্তানের ক্রিকেটারেরা যাতে তাদের সাজঘরে যেতে না পারেন তার জন্য ভারতীয় ক্রিকেটারেরা নিজেদের সাজঘরে ঢুকে দরজাও বন্ধ করে দিয়েছিলেন।

ভারত অধিনায়ক এই জয়কে উৎসর্গ করেছেন পেহেলগামে জঙ্গি হামলায় নিহত ও তাদের পরিবারকে। পাশাপাশি তিনি সম্মান জানিয়েছেন ভারতীয় সেনাকে। সবশেষে সূর্য কুমার বলেন, ‘কয়েকটা কথা বলতে চাই। এর থেকে ভাল সুযোগ হয়তো পাব না। পেহেলগামে জঙ্গি হামলায় নিহতদের পরিবারের পাশে আমরা রয়েছি। আমরা সমবেদনা জানাই।’ সূর্য কুমারের মুখে সেনাবাহিনীর প্রশংসা শোনা গিয়েছে। তিনি বলেন, ‘এই জয় আমরা ভারতীয় সেনাবাহিনীকেও উৎসর্গ করছি। যে সাহস ওরা দেখিয়েছে তার তুলনা নেই। আশা করছি ভবিষ্যতেও ওরা এ ভাবেই আমাদের অনুপ্রাণিত করবে। যখনই সুযোগ পাব দেশবাসীর মুখে হাসি ফোটাতে চাই।’

রোববার ছিল ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের জন্মদিন। জন্মদিনে এই জয় কেমন লাগছে, এই প্রশ্নের জবাবে সূর্য বলেন, ‘এক দারুণ অনুভূতি। এই জয় ভারত ও ভারতবাসীকে দেয়া আমার পাল্টা উপহার।’

এদিকে, পাকিস্তান ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্ট দু’দলের ক্রিকেটারদের নির্দেশ দিয়েছিলেন হাত না মেলাতে। পাকিস্তান সেই নির্দেশ না মানলেও ভারতীয় ক্রিকেটারেরা তা মেনেছেন। ম্যাচ রেফারির এই আচরণে ক্ষুব্ধ পাকিস্তান ক্রিকেট বোর্ড।

এদিকে, এশিয়া কাপে ভারতীয় ক্রিকেটারদের হাত না মেলানো ও সাজঘরের দরজা বন্ধ প্রতিবাদে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেছে পাকিস্তান। সংবাদ মাধ্যম সূত্রে বলা হয়েছে, পাকিস্তান ক্রিকেট দলের ম্যানেজার নাভিদ আক্রম চিমা সরকারি ভাবে ভারতীয় ক্রিকেট দলের বিরুদ্ধে অভিযোদ দায়ের করেছেন। পাকিস্তান বোর্ডের মতে, ভারত যা করেছে তা খেলোয়াড়ি মানসিকতার পরিপন্থী। এই ঘটনা ভাল ভাবে নিচ্ছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড। তারা এশীয় ক্রিকেট কাউন্সিলকে পদক্ষেপের আর্জি জানিয়েছে।