বাংলাদেশ ফুটবল দল |সংগৃহীত

বিমান বাহিনীর বিশেষ ফ্লাইটে নেপাল থেকে দেশে ফেরার অপেক্ষায় ফুটবলাররা

অবশেষে আজ দেশে ফিরছে বাংলাদেশ ফুটবল দল। নেপাল থেকে জামাল ভূঁইয়াদের উদ্ধারে এগিয়ে আসছে বাংলাদেশ বিমান বাহিনী। সবকিছু ঠিক থাকলে বিমান বাহিনীর বিশেষ ফ্লাইটে রাতেই ঢাকায় ফিরছেন তারা।

রাজনৈতিক অস্থিরতায় বিপর্যস্ত নেপাল। জনতার আন্দোলনের মুখে ভেঙে পড়েছে সরকার। এমন সময়ে সেখানে খেলতে গিয়ে আটকা পড়েন বাংলাদেশের ফুটবলাররা। ফ্লাইট বাতিল হওয়ায় বন্ধ হয়ে যায় ফেরার রাস্তা।

তবে, বুধবার সন্ধ্যার আগে খুলে দেয়া হয়েছে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর। এ অবস্থায় বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ ফ্লাইটে রাতেই ঢাকায় ফিরতে আশাবাদী জাতীয় দলের ফুটবলাররা।

কাঠমান্ডু থেকে বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান এক গণমাধ্যমকে জানিয়েছেন, ‘ঢাকা থেকে জানানো হয়েছে বিমানবাহিনীর বিশেষ ফ্লাইট পাঠিয়ে আমাদের ফেরানোর চেষ্টা চলছে। এ নিয়ে কাজ করছেন সবাই।’

‘যুব ও ক্রীড়া উপদেষ্টাও আমাকে ফোন দিয়ে দলের খোঁজখবর নিয়েছেন। তখন তিনি দ্রুত ফুটবলারদের ফেরানোর চেষ্টার কথা বলেছিলেন। বাফুফে থেকেও সকালে এমনটি জানানো হয়েছিল।’

আমের খান আরো বলেন, ‘বিমানবন্দর খুলে দিয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ বিমানের ফ্লাইটেও আমরা যেতে পারবো। তবে আমরা চাই আজ রাতেই ফিরতে। কারণ, বিমানবন্দর এখন খুলে দিয়েছে।’

‘পরিস্থিতি আবার খারাপ হবে না, আবার বিমানবন্দর বন্ধ হবে না, সেই নিশ্চয়তা তো নেই। তাই বিমানবাহিনীর বিশেষ ফ্লাইটে রাতে ফিরতে পারলেই ভালো। এখানে আমরা বেশি অপেক্ষা করতে চাই না।’

নেপালের আইনশৃঙ্খলার দায়িত্ব সেনাবাহিনী নেয়ায় পরিস্থিতি উন্নতির দিকে। যে কারণে কিছুটা স্বস্তি ফিরেছে। সকালে জিম সেশন করেছেন। সন্ধ্যার আগে করেন মেন্টাল গেম সেশন।

এদিকে বুধবার এক ভিডিও বার্তায় দলের সিনিয়র ফুটবলার সোহেল রানা বলেন, ‘আজকের পরিস্থিতি আগের দুদিনের চেয়ে ভালো। আমাদের পরিবারের সদস্যরা গত দুদিনে যে দুশ্চিন্তা করছিলেন, তাও এখন কমেছে।’

উল্লেখ্য যে, বাংলাদেশ জাতীয় ফুটবল দল দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলতে গিয়েছিল নেপালে। ৬ সেপ্টেম্বর প্রথম ম্যাচ হলেও রাজনৈতিক অস্থিরতায় মঙ্গলবার দ্বিতীয় ম্যাচটি বাতিল হয়ে যায়।

এদিকে বাহিরে তীব্র বিক্ষোভ চলায় তিন দিন ধরে ফুটবলাররা কাঠমান্ডুতে হোটেলবন্দি হয়ে পড়েন। বারবার তাদের দেশে ফেরানোর চেষ্টা করলেও, বিমানবন্দ বন্ধ থাকায় সম্ভব হয়নি।