জমে উঠেছে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচ সিরিজ। সিরিজের দ্বিতীয় ম্যাচে জয়ের দেখা পেয়েছে ক্যারিবীয়রা। প্রথম দু’ম্যাচ শেষে ১-১ সমতা। ফলে শেষ ম্যাচটা রূপ নিয়েছে অলিখিত ফাইনালে।
বৃষ্টি বিঘ্নিত ম্যাচে খেলা নেমে আসে ৩৭ ওভারে। যেখানে ৭ উইকেটে ১৭১ রান করে পাকিস্তান। বৃষ্টি হানা দেয় স্বাগতিকদের ইনিংসেও, ম্যাচের দৈর্ঘ্য কমে আরো দু’ওভার, আর লক্ষ্য বেড়ে দাঁড়ায় ১৮১।
ত্রিনিদাদে রোববার এই লক্ষ্য ১০ বল হাতে রেখে পেরিয়ে যায় স্বাগতিকেরা। বৃষ্টি আইনে ৫ উইকেটে পাকিস্তানকে হারায় ওয়েস্ট ইন্ডিজ। ফলে ৬ বছর পর ওয়ানডেতে পাকিস্তানকে হারালো ক্যারিবিয়ানরা।
টসে হেরে ব্যাট করতে নেমে পাকিস্তানি ব্যাটাররা তেমন সুবিধা করতে পারেননি এদিন। ৩৭ রানের উদ্বোধনী জুটি ভাঙে ৩১ বলে ২৩ রান করে সাইম আইয়ুব আউট হলে। তিনে নামা বাবর আজম রানের খাতাই খুলতে পারেননি।
রিজওয়ান ও আব্দুল্লাহ শফিক মিলে হাল ধরার চেষ্টা করেও ব্যর্থ হন। শফিক ৪০ বলে ২৬ ও ৩৮ বলে ১৬ রান করেন রিজওয়ান। অধিনায়ক সালমান আগার ব্যাটে আসে ১৮ বলে ৯ রান। ২৪ বলে ৫ রান করেন নাওয়াজ।
পাকিস্তান লড়াই করার পুঁজি পায় হোসেন তালাতের ৩২ বলে ৩১ ও হাসান নাওয়াজের ৩০ বলে অপরাজিত ৩৬ রানে। ৭ বলে ১১ করেন শাহিন আফ্রিদি। বল হাতে ৩ উইকেট নেন সিলস।
রান তাড়ায় পঞ্চাশের আগেই ৩ উইকেট হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। ক্যাসি কার্টি ৪২ বলে ১৬ রান যেখানে বলার মতো স্কোর। এরপর দলকে তিন অংকে পৌঁছে দিয়ে ফেরেন শাইহোপ (৩২)।
দারুণ খেলতে থাকা শেরফার্ন রাদারফোর্ডও ইনিংস শেষ করে আসতে পারেননি, ৩৩ বলে ৪৫ করে আউট হন তিনি। বাকি কাজটা সারেন রোস্টন চেজ ও জাস্টিন গ্রিভস।
৭২ বলে ৭৭ রানের জুটিতে দু’জনে মিলে নিশ্চিত করেন জয়। ৪৭ বলে ৪৯ রানে অপরাজিত থাকেন চেজ। গ্রিভস করেন ৩১ বলে ২৬ রান। পাকিস্তানের হয়ে ২টি করে উইকেট নেন হাসান আলি ও নাওয়াজ।