তিন পরিবর্তন নিয়ে আজ বাংলাদেশে আসছে নেদারল্যান্ডস

তিন পরিবর্তন নিয়ে আজ বাংলাদেশে আসছে নেদারল্যান্ডস

নেদারল্যান্ডস ক্রিকেট দল বাংলাদেশে আসছে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পা রাখবেন তারা। তবে দেশ ছাড়ার বিমানে উঠার আগে দলে তিনটি পরিবর্তন এনেছে ডাচরা।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজ মঙ্গলবার বাংলাদেশে আসছে নেদারল্যান্ডস। সিলেটে তিন দিন অনুশীলনের পর আগামী ৩০ আগস্ট হবে প্রথম ম্যাচ। পরের দুই ম্যাচ ১ ও ৩ সেপ্টেম্বর।

বাংলাদেশের বিপক্ষে এখন পর্যন্ত পাঁচটি টি-টোয়েন্টি খেলেছে নেদারল্যান্ডস। এবারই প্রথম বাংলাদেশ সফরে আসছে ডাচরা। ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিতেই তাদের এই সফর।

বাংলাদেশ সফরের জন্য আগেই ১৫ সদস্যের দল ঘোষণা করেছিল নেদারল্যান্ডস। কিন্তু বাংলাদেশে পা রাখার আগেই সেই দলে বড় পরিবর্তন এনেছে ডাচরা। বদল এসেছে তিনটি।

ঘোষিত ১৫ সদস্যের দল থেকে ছিটকে গেছেন রায়ান ক্লেইন ও ফ্রেড ক্লাসেন। ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে খেলা হচ্ছে না তাদের। এছাড়া দল থেকে স্বেচ্ছায় সরে গেছেন সাকিব জুলফিকার।

তাদের জায়গায় নতুন তিনজনকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে নেদারল্যান্ডস। প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন ১৭ বছর বয়সী ব্যাটার সেডরিক ডি ল্যাং। এছাড়া দলে ফিরেছেন সেবাস্টিয়ান ব্রাট ও সিকান্দার জুলফিকার।

ডি ল্যাং অনূর্ধ্ব-১৯ পর্যায়ে একজন ধারাবাহিক পারফরমার। ৩০ আগস্ট শেষ হতে যাওয়া ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট প্রো সিরিজেও ধারাবাহিক রান করে যাচ্ছেন এই ১৭ বছর বয়সী।

ব্রাট ২০২১ সালে নেপালের বিপক্ষে টি-টোয়েন্টির পর প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন। ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্স তাকে দলে জায়গা এনে দিয়েছে।

অন্যদিকে সাকিব জুলফিকারের আন্তর্জাতিক ক্রিকেটে অনুপস্থিতি আরো লম্বা। ২০১৯ সালে শেষবার টি-টোয়েন্টি খেলেছিলেন তিনি।

নেদারল্যান্ডসের স্কোয়াড : স্কট অ্যাডওয়ার্ডস (অধিনায়ক), নোয়াহ ক্রোয়েস, ম্যাক্স ও দউদ, বিক্রমজিৎ সিং, তেজা নিদামানুরু, সিকান্দার জুলফিকার, সেডরিক ডি ল্যাং, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ফন মিকরেন, শারিজ আহমেদ, বেন ফ্লেচার, ড্যানিয়েল ডোরাম, সেবাস্টিয়ান ব্রাট ও টিম প্রিঙ্গল।