শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে দুর্দান্ত ব্যাটিংয়ের উপহার পেলেন সিকান্দার রাজা। ক্যারিয়ারে প্রথমবারের মতো ওয়ানডেতে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে জায়গা করলেন এ জিম্বাবুইয়ান তারকা। রাজা টপকালেন আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই ও মোহাম্মদ নবীকে।
পুরুষ ক্রিকেটারদের সাপ্তাহিক র্যাঙ্কিং হালনাগাদ প্রকাশ করা হয় যথারীতি আজ। সেখানে দুই ধাপ উন্নতি হয়েছে রাজার। শ্রীলঙ্কার বিপক্ষে বল হাতে তেমন ভালো করতে না পারলেও, ব্যাট হাতে ধারাবাহিক ছিলেন তিনি। প্রথম ম্যাচে ১০ ওভার হাত ঘুরিয়ে ৪৮ রানের খরচে ১ উইকেট তুলে নেন ৩৯ বছর বয়সী রাজা। পরে রান তাড়ায় নেমে ব্যাট হাতে খেলেন দলের সর্বোচ্চ ব্যক্তিগত ৯২ রানের ইনিংস। পরের ম্যাচে রাজার ব্যাট থেকে আসে অপরাজিত ৫৯ রানের ইনিংস। পরে ৯ ওভার বল করে ৪৬ রান দিয়ে উইকেটের দেখা পাননি।
৩০২ রেটিং পয়েন্টে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে এখন সবার উপরে রাজাই। এক ধাপ করে নেমে গেছেন ওমরজাই (২৯৬) ও নবী (২৯২)। ২৪৯ পয়েন্টে আগের মতোই চারে আছেন বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ। সেরা পাঁচের অন্যজন নিউজিল্যান্ডের মাইকেল ব্রেসওয়েল (২৪৬)। ওয়ানডে অলরাউন্ডারদের তালিকায় এর আগে রাজার সেরা অবস্থান ছিল দ্বিতীয়। ২০২৩-এর ডিসেম্বরে প্রথমবারের মতো দুইয়ে উঠে আসেন তিনি। যদিও শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচেই হেরে ঘরের মাঠে হোয়াইটওয়াশ হয়েছে জিম্বাবুয়ে। এখন দুদল খেলবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ, যার প্রথমটি অনুষ্ঠিত হচ্ছে আজ।
ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে রাজার অগ্রগতি ৯ ধাপ, উঠে এসেছেন ক্যারিয়ারসেরা ২২তম স্থানে। এ তালিকায় তার উপরে নেই জিম্বাবুয়ের আর কেউ। বোলারদের মধ্যেও এক ধাপ এগিয়ে আছেন ৩৮ নাম্বারে। লঙ্কানদের বিপক্ষে দুই ম্যাচে যথাক্রমে ৭০ ও ৭৯ রান করে বড় লাফ দিয়েছেন রাজার সতীর্থ বেন কারানও। ৭১ ধাপ এগিয়ে তার অবস্থান ৯০তম। দুই ম্যাচে যথাক্রমে ৭৬ ও ১২২ রানের ইনিংসে ৭ ধাপ এগিয়ে ১৩ নাম্বারে অবস্থান শ্রীলঙ্কার পাথুম নিসাঙ্কার। অন্যদিকে ইংল্যান্ড সিরিজের প্রথম ম্যাচে ৪ উইকেট নিয়ে বোলারদের তালিকায় শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন দক্ষিণ আফ্রিকার কেশভ মহারাজ (৬৯০)। দুইয়ে নেমে গেছেন শ্রীলঙ্কার মাহিশ থিকসানা (৬৫৯)।