নেপাল থেকে ফিরেছে বাংলাদেশ ফুটবল দল

নেপাল থেকে ফিরেছে বাংলাদেশ ফুটবল দল

তিনদিন অপেক্ষার পর অবশেষে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ ফ্লাইটে নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গতকাল বিকাল সাড়ে ৪টায় ঢাকার কুর্মিটোলা সামরিক বিমানবন্দরে অবতরণ করেন জামাল-তপুরা। বাংলাদেশ-নেপাল ম্যাচের খবর সংগ্রহ করতে নেপালে যাওয়া গণমাধ্যমকর্মীরাও একই ফ্লাইটে ঢাকায় ফিরেছেন। বিমানবাহিনী তাদের ফেসবুকে বিষয়টি নিশ্চিত করে লেখে, ‘নেপালে অস্থিতিশীল পরিস্থিতিতে অবস্থানরত বাংলাদেশ জাতীয় ফুটবল দল বাংলাদেশ বিমানবাহিনীর সি-১৩০বি বিশেষ ফ্লাইটের মাধ্যমে সফলভাবে দেশে প্রত্যাবর্তন করেছে।’

মূলত বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস এবং বাংলাদেশ সরকারের সম্মিলিত চেষ্টায় ফুটবল দলকে দেশে ফেরানোর ব্যবস্থা করা হয়। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আগেই ফেসবুকে জানিয়েছিলেন, ‘আটকে পড়া বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে নিরাপদে ফেরাতে নেপালের উদ্দেশে বিমানবাহিনীর বিমান পাঠিয়েছে সরকার।’
গতকাল সকালে কাঠমান্ডুর ক্রাউন ইম্পিরিয়াল হোটেল থেকে বের হয়ে স্থানীয় সময় পৌনে ৯টায় বিমানবন্দরে পৌঁছায় বাংলাদেশ দল। সেখানে ইমিগ্রেশন সম্পন্ন করে বেলা ২টা ৫৫ মিনিটে দেশের বিমান ধরেন ফুটবলাররা। তাদের যাত্রা নিশ্চিত করতে নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত শফিকুর রহমান ও দূতাবাসের কয়েকজন কর্মকর্তাও বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
গত মঙ্গলবার নেপালে দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে বিক্ষোভ, অগ্নিসংযোগ ও সহিংসতায় রূপ নিলে দেশটির প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি পদত্যাগ করেন। বিক্ষোভকারী ব্যক্তিরা রাজনীতিবিদদের বাড়িঘরে ভাঙচুর চালান। সরকারি ভবন ও পার্লামেন্টে আগুন ধরিয়ে দেন। দুই দিনের সহিংসতায় ৩০ জন নিহত হন। এমন পরিস্থিতির মধ্যে বন্ধ করে দেওয়া হয় ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর।
বাংলাদেশ দল গত ৩রা সেপ্টেম্বর কাঠমান্ডু যাওয়ার পর ৬ই সেপ্টেম্বর নেপালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলে। আরেকটি ম্যাচ হওয়ার কথা ছিল ৯ই সেপ্টেম্বর। এর মধ্যে বিক্ষোভ-সহিংসতা শুরুর পর হোটেল-বন্দি হয়ে পড়ে বাংলাদেশ দল। গতকাল বুধবার সন্ধ্যার পর বিমানবন্দর খুলে দেয় কর্তৃপক্ষ। বাংলাদেশ দল চেয়েছিল গতকাল রাতেই ফিরতে। ঢাকা থেকে বিশেষ ফ্লাইটের চেষ্টা চালানো হয়, শেষ পর্যন্ত তা হয়নি। অবশেষে গতকাল একটি বিশেষ ফ্লাইটে কাঠমান্ডু থেকে ঢাকায় ফিরলো খেলোয়াড়, কোচ, স্টাফদের ৩২ জনের বহর। গতকাল বিকাল ৪টা ৪০ মিনিটে বীর উত্তম এ কে খন্দকার বিমান ঘাঁটিতে অবতরণ করে দল।

দুদিন আগে নেপালে ছাত্র-জনতার আন্দোলনের জেরে সব আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়। ফলে ফিফা টায়ার-১ আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে কাঠমান্ডুতে অবস্থানরত বাংলাদেশ জাতীয় ফুটবল দল, কর্মকর্তারা ও ক্রীড়া সাংবাদিকদের দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে দ্রুত ও নিরাপদ প্রত্যাবর্তনের লক্ষ্যে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়। এরই ফলশ্রুতিতে সশস্ত্র বাহিনী বিভাগের নির্দেশনায় এবং বাংলাদেশ বিমান বাহিনীর সার্বিক তত্ত্বাবধানে তাদের নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনীর সার্বিক তত্ত্বাবধানে ও ব্যবস্থাপনায় সি-১৩০বি পরিবহন বিমানের একটি বিশেষ ফ্লাইট ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে গতকাল বেলা ১১টা ৫৩ মিনিটে। ফ্লাইটের ‘মিশন কমান্ডার’ হিসেবে দায়িত্ব পালন করেন গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ সেলিম জাভেদ, পিএসসি।
জাতীয় ফুটবল দলের পরবর্তী ব্যস্ততা এশিয়ান কাপ বাছাইয়ে। আগামী অক্টোবরে এই প্রতিযোগিতার তৃতীয় রাউন্ডে হংকংয়ের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রথম ম্যাচটি ৯ই অক্টোবর ঢাকায়, দ্বিতীয়টি ১৪ই অক্টোবর হংকংয়ে।