উইকেট শিকারের পর তাসকিন আহমেদের উল্লাসে সঙ্গী লিটন দাস |ইন্টারনেট

রেকর্ডের ঝাঁপি খুলে বসেছেন লিটন, দারুণ মাইলফলকের সামনে তাসকিন-হৃদয়

যেন রেকর্ডের ঝাঁপি খুলে বসেছেন লিটন দাস। নেদারল্যান্ডস সিরিজ থেকে প্রতি ম্যাচেই গড়ছেন নতুন নতুন রেকর্ড। রেকর্ডের হাতছানি আছে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচেও।

সময়টা বেশ ভালো কাটছে লিটন দাসের। তার নেতৃত্বে দল যেমন পাচ্ছে সাফল্য, লিটন নিজেও আছেন ছন্দে। চলতি বছর টি-টোয়েন্টিতে দেশের জার্সিতে সর্বোচ্চ রানও তার।

হংকংয়ের বিপক্ষে এশিয়া কাপের প্রথম ম্যাচেও হাসে তার ব্যাট, খেলেন ৮ চার ও ১ ছক্কায় ৩৯ বলে ৫৯ রানের ইনিংস। এই রান করার পথে গড়েন দেশের হয়ে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ড।

আজ শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচেও সুযোগ আছে আরো একটা রেকর্ডের পাশে নিজের নাম লেখানোর। আর মাত্র ৫৬ রান করলেই বনে যাবেন দেশের হয়ে ব্যাট হাতে টি-টোয়েন্টি ক্রিকেটের রাজা।

টাইগারদের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রান সংগ্রাহকের তালিকায় এই মুহূর্তে দুই নম্বরে আছেন লিটন। তার রান ২৪৯৬। অন্যদিকে ১২৭ ইনিংসে ২৫৫১ রান নিয়ে সাকিব আল হাসান আছেন শীর্ষে।

শ্রীলঙ্কার বিপক্ষে আজ ৫৬ রান করতে পারলেই সাকিবকে টপকে যাবেন লিটন। যে ছন্দে আছেন লিটন, আজই সেই রেকর্ড হয়ে যাওয়া অসম্ভব কিছু নয়।

শুধু লিটন নয়, দারুণ সব মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন তাসকিন আহমেদ ও তাওহীদ হৃদয়। তাসকিন আছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের মাইলফলকের সামনে।

৭৯ ম্যাচ খেলে এখন পর্যন্ত ৯৬ উইকেট নিয়েছেন তাসকিন, যা বাংলাদেশের হয়ে তৃতীয় সর্বোচ্চ। তার আগে সাকিব আল হাসান (১৪৯) ও মোস্তাফিজুর রহমান (১৪২) ছুঁয়েছেন এই মাইলফলক।

অন্যদিকে তাওহীদ হৃদয়ের মাইলফলকটি আন্তর্জাতিক টি-টোয়েন্টির এক হাজার রান স্পর্শ করার। সে জন্য তার দরকার ৫৬ রান। ৪২ ইনিংসে ২৬.৯৭ গড় ও ১২২.৭৫ স্ট্রাইকরেটে ৯৪৪ রান আছে তার।