ম্যানচেস্টার ডার্বিকে ঘিরে যখন উত্তেজনা চরমে, তখনই দুঃসংবাদ পেল ম্যানচেস্টার সিটি। মিশরীয় ফরোয়ার্ড ওমর মারমুশ হাঁটুর লিগামেন্টে চোট পেয়ে ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামতে পারছেন না। আন্তর্জাতিক দায়িত্ব পালনের সময় পাওয়া এই চোট সিটির আক্রমণভাগে বড় ধাক্কা হয়ে এল।
মঙ্গলবার ওউয়াগাদুগুতে বিশ্বকাপ বাছাইপর্বে বুরকিনা ফাসোর বিপক্ষে গোলশূন্য ড্র করা ম্যাচে মাত্র চতুর্থ মিনিটেই বদলি হয়ে মাঠ ছাড়েন মারমুশ। ট্যাকলের পর তিনি খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত খুঁড়িয়ে মাঠ ছাড়তে বাধ্য হন।
ম্যানচেস্টার সিটি এক বিবৃতিতে জানায়, 'মিশরে করা স্ক্যানের প্রাথমিক ফলাফলে দেখা গেছে, রোববারের ম্যানচেস্টার ডার্বিতে তিনি আর থাকছেন না। তিনি এখন ম্যানচেস্টারে ফিরবেন আরও পরীক্ষা-নিরীক্ষা এবং পুনর্বাসন কার্যক্রম শুরু করার জন্য।'
এর আগে মিশরীয় ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছিল, মারমুশ হাঁটুর লিগামেন্টে আঘাত পেয়েছেন।
রোববার সিটির মাঠে অনুষ্ঠিতব্য ডার্বিতে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেড। প্রিমিয়ার লিগ মৌসুমের দুর্বল সূচনার পর দুই দলই জয়ের খোঁজে আছে। পেপ গার্দিওলার দল প্রথম তিন ম্যাচের মধ্যে দুইটিতে হেরেছে।
২৬ বছর বয়সী মারমুশ জানুয়ারিতে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট থেকে ৫৯ মিলিয়ন পাউন্ড (৭৯.৮ মিলিয়ন মার্কিন ডলার) ট্রান্সফার ফিতে সিটিতে যোগ দেন। এ পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে সিটির হয়ে ২৮ ম্যাচে করেছেন ৮ গোল।