হংকংয়ের বিপক্ষে ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
এশিয়া কাপে আবুধাবির শেখ জায়েদ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হংকংয়ের বিপক্ষে খেলতে নামছে বাংলাদেশ। টসে ভাগ্য এসেছে টাইগারদের পক্ষে। টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস।
বাংলাদেশ দল এই আসরের জন্য যথেষ্ট প্রস্তুতি নিয়েছে। ঢাকা ও সিলেটে দুই দফায় ট্রেনিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের তত্ত্বাবধানে লিটন দাস ও শান্তরা বিশেষ তালিম নিয়েছে। এছাড়া টানা তিনটি সিরিজ জয়ের অভিজ্ঞতা নিয়ে দুবাইয়ে এসেছে বাংলাদেশ।
বাংলাদেশের প্রথম ম্যাচের প্রতিপক্ষ হংকং হলেও টাইগাররা এটিকে গুরুত্বসহকারে নিচ্ছে। টি-টোয়েন্টিতে বাংলাদেশ ও হংকং এখন পর্যন্ত একবার মুখোমুখি হয়েছে। ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে চট্টগ্রামে অনুষ্ঠিত ম্যাচে হংকং বাংলাদেশের কাছে ২ উইকেটে জয় লাভ করেছিল। তবে এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে ফেভারিট হিসেবে মাঠে নামবে বাংলাদেশ।
বাংলাদেশের একাদশ
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।
ইএইচ