বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে তিনটি পরিবর্তন এনেছে নেদারল্যান্ডস। দলে জায়গা পেয়েছেন ১৭ বছর বয়সী অনভিষিক্ত ব্যাটার সেড্রিক ডি ল্যাঞ্জে, যিনি অনূর্ধ্ব-১৯ ও ঘরোয়া টি-টোয়েন্টিতে নিয়মিত ভালো পারফরম্যান্স করে আসছিলেন।
ইনজুরির কারণে পরিবর্তন আনতে বাধ্য হয়েছে ডাচরা। দলে আরও যোগ হয়েছেন পেসার সেবাস্তিয়ান ব্র্যাট ও অলরাউন্ডার সিকান্দার জুলফিকার। অন্যদিকে ইনজুরিতে ছিটকে গেছেন রায়ান ক্লেইন ও ফ্রেড ক্লাসেন। ব্যক্তিগত কারণে সরে দাঁড়িয়েছেন সাকিব জুলফিকার।
অধিনায়ক স্কট এডওয়ার্ডস তরুণ প্রতিভা ডি ল্যাঞ্জেকে নিয়ে বলেন—“একজন তরুণকে দলে আনা সবসময়ই উত্তেজনাপূর্ণ। সেড্রিক পুরো গ্রীষ্মে দুর্দান্ত খেলেছে, এই ডাক সে প্রাপ্য। আশা করি শুধু এই সফরেই নয়, দীর্ঘ ক্যারিয়ারেও সে দলকে অনেক কিছু দেবে।”
সিলেটে সিরিজটি শুরু হবে আগামী ৩০ আগস্ট। আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবেই সফরটিকে গুরুত্ব দিচ্ছে নেদারল্যান্ডস।
নেদারল্যান্ডস দল:
স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), নোয়া ক্রোস, ম্যাক্স ও'ডাউড, বিক্রমজিত সিং, তেজা নিদামানুরু, সিকান্দার জুলফিকার, সেড্রিক ডি ল্যাঞ্জে, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ভ্যান মিকেরেন, শরিজ আহমেদ, বেন ফ্লেচার, ড্যানিয়েল ডোরাম, সেবাস্তিয়ান ব্র্যাট, টিম প্রিংগল।