টি-টোয়েন্টির প্রথম বোলার হিসেবে ৬৫০ উইকেটের রেকর্ড রশিদের

টি-টোয়েন্টির প্রথম বোলার হিসেবে ৬৫০ উইকেটের রেকর্ড রশিদের

চোট কাটিয়ে ফিরেই বিরল রেকর্ড গড়লেন রশিদ খান। টি-টোয়েন্টি ইতিহাসের প্রথম বোলার হিসেবে তুলে নিলেন ৬৫০ উইকেট। ইংল্যান্ডের টি-টোয়েন্টি টুর্নামেন্ট দ্য হানড্রেডের প্রথম ম্যাচে ওভাল ইনভিন্সিবলের হয়ে ৩ উইকেট তুলে নেন এ আগফান লেগ স্পিনার। টুর্নামেন্টটি ১০০ বলের খেলা হলেও এটির রেকর্ডকে টি-টোয়েন্টির মধ্যেই ধরা হয়।

প্রতিযোগিতামূলক ক্রিকেটে দারুণ প্রত্যাবর্তন করলেন রশিদ। মাঝে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের খাতিরে খেলেননি যুক্তরাষ্ট্রের মেজর লীগ ক্রিকেটে (এমএলসি)। মঙ্গলবার হানড্রেডের প্রথম ম্যাচেই এ অনন্য চূড়ায় পৌঁছান ২৬ বছর বয়সী রশিদ। লন্ডন স্প্রিটের হয়ে ৩ উইকেটে তার মোট উইকেটের সংখ্যা দাঁড়ায় ৬৫১। ম্যাচে ৪ ওভার হাত ঘুরিয়ে একটি মেইডেনসহ রশিদ রান খরচ করেন স্রেফ ১১। ৩টি ক্যাচও নিয়ে সেদিনের ম্যাচসেরা এ আফগান তারকাই। ৪৭৮ টি-টোয়েন্টি ম্যাচে রশিদের গড় ১৮.৫৪। ইতিহাস গড়ে ম্যাচের পর রশিদ বলেন, ‘জয় দিয়ে শুরু করতে পেরে ভাল লাগছে। প্রত্যাবর্তনের ম্যাচে দলকে সাহায্য করতে পেরে দারুণ অনুভূতি হচ্ছে। আইপিএলের পর শারীরিক ও মানসিকভাবে নিজেকে তৈরি করতে হয়েছে। গত দু’মাস বল করিনি আমি।’ এ তালিকার রশিদের পরই আছেন ডোয়াইন ব্রাভো। এ ওয়েস্ট ইন্ডিজ তারকার ঝুলিতে রয়েছে ৬৩১ উইকেট। ৫৮৯ উইকেট নিয়ে তিনে আরেক ক্যারিবিয়ান তারকা সুনীল নারাইন। এখনও শীর্ষ সব লীগে খেলেন এ ডানহাতি স্পিনার। ৫৪৭ উইকেট নিয়ে চারে দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির। আর ৪৯৮ উইকেটের মালিক সাকিব আল হাসান রয়েছেন শীর্ষ পাঁচে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ ১৬১টি উইকেটের মালিক রশিদ খান। এ আফগান তারকার চেয়ে ৩টি উইকেট বেশি নিয়ে তালিকার সবার উপরে নিউজিল্যান্ডের টিম সাউদি। ১৪৯ উইকেটে চতুর্থ সাকিব।