ব্যক্তিগত সেরা টাইমিংয়ের ধারে কাছেও পৌঁছাতে পারেননি নাজমুল হোসেন রনি। ৪০০ মিটার হার্ডলসের হিটে বাংলাদেশের এই অ্যাথলেট ৪৪ প্রতিযোগীর মধ্যে হয়েছেন ৪২তম।
সোমবার পাঁচ নম্বর হিটে অংশ নেন রনি। দৌড় শেষ করেন ৫২ দশমিক ৪৭ সেকেন্ডে। নিজের হিটে তিনি ৯ প্রতিযোগীর মধ্যে সবার শেষে দৌড় শেষ করেন।
হিট পেরিয়ে সেমি-ফাইনালে ওঠা সবশেষ অ্যাথলেট স্লোভেনিয়ার মাতিচ ইয়ানের টাইমিং ৪৮ দশমিক ৯২ সেকেন্ড।
সবশেষ দেশের সামার অ্যাথলেটিক্সে ৪০০ মিটার হার্ডলসে ৫২ দশমিক ৩০ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছিলেন রনি। তবে গত ফেব্রুয়ারিতে জাতীয় অ্যাথলেটিক্সে ৫০ দশমিক ৮৪ সেকেন্ড টাইমিং করে এই ইভেন্টে রেকর্ড গড়েছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর এই অ্যাথলেট।
বৈশ্বিক আসরে অবশ্য রনির এই ইভেন্টে সেরা টাইমিং ৫২ দশমিক ৩৬ সেকেন্ড; গত মে মাসে দক্ষিণ কোরিয়ায় এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে এই টাইমিং করেছিলেন তিনি।
ওয়ার্ল্ড অ্যাথলেটিক্সের অ্যাফিলিয়েটেড সংস্থা হিসেবে ‘আনকোয়ালিফাইড কোটায়’ বাংলাদেশ থেকে একজন অ্যাথলেট সুযোগ পেয়েছিলেন টোকিওর ট্র্যাকে নামার। দেশের দ্রুততম মানব ইমরানুর রহমান আগ্রহী না হওয়ায় বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন বেছে নেয় রনিকে।