সুবিমেন্দি-ইয়োকেরেশের গোলে জয়ে ফিরল আর্সেনাল
ম্যাচজুড়ে দাপুটে ফুটবল খেলল আর্সেনাল। দুই অর্ধে চমৎকার দুটি গোল করলেন মার্তিন সুবিমেন্দি। জালের দেখা পেলেন ভিক্তর ইয়োকেরেশও। নটিংহ্যাম ফরেস্টকে উড়িয়ে জয়ের পথে ফিরল মিকেল আর্তেতার দল।
ঘরের মাঠে শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটি ৩-০ গোলে জিতেছে গত তিন আসরের রানার্সআপরা।
এই মৌসুমে আর্সেনালে যোগ দিয়ে প্রথম তিন ম্যাচে কোনো গোল কিংবা অ্যাসিস্ট ছিল না সুবিমেন্দির। এবার এক ম্যাচেই দুই গোল করলেন স্প্যানিশ এই ডিফেন্সিভ মিডফিল্ডার।
তার প্রথম গোলটি ছিল চোখধাঁধানো। ৩২তম মিনিটে আর্সেনালের কর্নার হেডে ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি সফরকারীরা। বক্সের বাইরে থেকে সুবিমেন্দির বুলেট গতির ভলি প্রতিপক্ষের একজনের মাথা ছুঁয়ে জালে জড়ায়।
প্রথমার্ধে আর কোনো গোল না হলেও, এই সময়ে গোলের জন্য মোট ১১টি শট নিয়ে তিনটি লক্ষ্যে রাখতে পারে আর্সেনাল।
দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন গ্রীষ্মের দলবদলে এমিরেটস স্টেডিয়ামে আসা আরেক ফুটবলার ইয়োকেরেশ। বক্সের ডান দিক থেকে এবেরেচি এজের দারুণ পাসে ছুটে গিয়ে প্রথম স্পর্শে বল জালে পাঠান এই সুইডিশ স্ট্রাইকার।
আর্সেনালের জার্সিতে তার গোল হলো তিনটি।
৭৯তম মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে জয় প্রায় নিশ্চিত করে ফেলেন সুবিমেন্দি। লিয়ান্দ্রো ট্রোসার্ডের ক্রসে বক্সে লাফিয়ে হেডে নিজের দ্বিতীয় গোলটি করেন ২৬ বছর বয়সী এই ফুটবলার।
এবার লিগে প্রথম দুই ম্যাচে জয়ের পর আন্তর্জাতিক ফুটবলের বিরতির আগে লিভারপুলের মাঠে ১-০ গোলে হেরেছিল আর্সেনাল। চার ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষে উঠেছে তারা।