এশিয়া কাপের বিতর্কিত ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট ইস্যুতে অচলাবস্থা কাটছেই না |সংগৃহীত

খেলোয়াড়দের হোটেলে ফিরে যাওয়ার নির্দেশ, কিছুক্ষণ পর পিসিবির প্রেস ব্রিফিং

এশিয়া কাপের বিতর্কিত ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট ইস্যুতে অচলাবস্থা কাটছেই না। শেষ মুহূর্তে এসে পাকিস্তান দলকে মাঠে যাওয়ার বদলে হোটেলে ফিরে যেতে নির্দেশ দেয়া হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যায় ডেইলি জংগ বিষয়টি নিশ্চিত করেছে।

সংবাদমাধ্যমটি পাকিস্তান দলের মিডিয়া ম্যানেজারের সূত্রে জানিয়েছে, অল্প কিছুক্ষণ পরই এ বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলবেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি।

একটি সূত্র জানিয়েছে, এরই মধ্যে পাকিস্তানি খেলোয়াড়দের জানানো হয়েছে যে, আজকের ম্যাচ মাঠে গড়াবে না। তাই সকলকে হোটেল রুমে অবস্থান করতে বলা হয়েছে।

এর আগে, খরব আসে যে, খেলোয়াড়রা খুব শিগগিরই মাঠের উদ্দেশে রওনা হবেন। তাদের জিনিসপত্রও বাসে ওঠানো হয়। কিছু খেলোয়াড় বাসের সিটে বসেও পড়েন, ঠিক এই পরিস্থিতিতে তাদের হোটেলে ফিরে যেতে বলা হয়।

সূত্রমতে, পাকিস্তান ক্রিকেট বোর্ডে একটি উচ্চ-পর্যায়ের পরামর্শ প্রক্রিয়া চলছে। পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি, সালমান নাসির এবং অন্যান্য কর্মকর্তারা বৈঠকে উপস্থিত রয়েছেন।

ধারণা করা হচ্ছে- ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট ক্ষমা চাইলে বিষয়টির অবসান হতে পারে। ক্ষমা চাওয়ার পর, পাকিস্তান দল সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে ম্যাচ খেলার কথা বিবেচনা করতে পারে।

তবে এখনো ম্যাচ মাঠে গড়ানোর সম্ভাবনা শেষ হয়ে যায়নি। কারণ, টিম বাসে ওঠানো খেলোয়াড়দের জিনিসপত্র এখনো নামানো হয়নি।