দুই দশক পর সাঁতারে এজিএম শুক্রবার

দুই দশক পর সাঁতারে এজিএম শুক্রবার

২০০৫ সালে সবশেষ সাঁতার ফেডারেশনে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছিল। দুই দশক পর ফের আবারো বার্ষিক সাধারণ সভা (এজিএম) হতে যাচ্ছে সাঁতারে। আগামী শুক্রবার সাঁতারের বহুল কাঙিক্ষত এজিএম অনুষ্ঠিত হবে ক্যান্টনমেন্টে নৌবাহিনীর হাজী মহসিন ক্যাম্পাসে। অংশ নেবেন দেশের জেলা, বিভাগ, ক্লাব, সার্ভিসেস দল ও জাতীয় ক্রীড়া পরিষদের ৭৫ জন কাউন্সিলর। সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহিন বলেন, ‘আমাদের কাউন্সিলর হওয়ার কথা ছিল ৮১ জন। কিন্তু পেয়েছে ৭৫ জন। বাকিরা কাউন্সিলরশিপ আনতে পারেননি। তাই এই ক’জনকে নিয়েই আমাদের এজিএম হবে।’ মূলত গঠনতন্ত্রের পরিবর্তন আনতেই এই এজিএম হচ্ছে বলে জানা গেছে। এ বিষয়ে সাধারণ সম্পাদক বলেন, ‘২০০৫ সালের পর সাঁতারে এজিএম হয়নি। বিশ্ব সাঁতার ফেডারেশন (ফিনা) থেকে আমাদের উপর এজিএমের একটি নির্দেশনা অনেকদিন ধরেই রয়েছে। গঠনতন্ত্রেও কিছু পরিবর্তন আনা প্রয়োজন। সামগ্রিক বিষয় বিবেচনা করেই আমরা এজিএম করছি।’ ৫ই আগস্ট পরবর্তী সময়ে ক্রীড়াঙ্গনে প্রকৃত সংস্কার এখনো হয়নি। ফুটবল, ক্রিকেটের মতো বড় ফেডারেশনগুলো এখনো তাদের গঠনতন্ত্র পরিবর্তন করতে পারেনি। সেক্ষেত্রে সাঁতারই প্রথম ফেডারেশন হিসেবে এজিএম এবং গঠনতন্ত্র পরিবর্তন করার পথে। মাহবুবুর রহমান শাহিন বলেন, ‘নির্বাহী কমিটিতে একই পদে দুই বারের বেশি নয়। ২৫ বছরের কম এবং ৭০ বছরের বেশি কেউ নির্বাচন করতে পারবেন না। এখন ১৫টি ক্লাব কাউন্সিলরশিপ পায়। সাঁতারের উন্নয়ন ও প্রসারের জন্য রেজাল্টের ভিত্তিতে ২৫টি ক্লাবের কাউন্সিলরশিপের প্রস্তাবনা দেয়া হয়েছে। খসড়া গঠনতন্ত্র কাউন্সিলরদের পাঠানো হয়েছে। তাদের মতামতের প্রেক্ষিতেই গঠনতন্ত্র অনুমোদন হবে সভায়।’ জাতীয় ক্রীড়া পরিষদ ফুটবল, ক্রিকেট বাদে অন্য সকল ফেডারেশনের জন্য আদর্শ গঠনতন্ত্র করার চেষ্টা করছে। সেখানে নির্বাহী কমিটিতে নারীদের প্রতিনিধিত্ব বেশি রাখার প্রস্তাবনা রয়েছে। সাঁতার ফেডারেশনের প্রস্তাবিত গঠনতন্ত্র কমিটিতে মহিলা ক্রীড়া সংস্থা ছাড়া নারীদের আলাদা কাউন্সিলর ও নির্বাহী কমিটিতে বিশেষভাবে নারীদের কোনো সংখ্যা নেই। এ নিয়ে ফেডারেশনের যুগ্ম সম্পাদক নিবেদিতা দাস বলেন, ‘আমরা জাতীয় ক্রীড়া পরিষদ ও বিশ্ব সাঁতার ফেডারেশনের গাইডলাইন অনুযায়ী যেটা আমাদের জন্য প্রযোজ্য এবং বাস্তবসম্মত সেগুলোই নিয়েছি। এজিএমে গঠনতন্ত্র পাস হওয়ার পর অবশ্যই সেটা চূড়ান্ত অনুমোদনের জন্য ওয়ার্ল্ড অ্যাকুইটিস ও এনএসসিতে পাঠানো হবে।’ সাঁতার ফেডারেশনের এজিএমে জেলা-বিভাগের কাউন্সিলরশিপ নিয়ে সাধারণ সম্পাদক বলেন ‘জেলা-বিভাগের কাউন্সিলর হিসেবে অ্যাডহক কমিটি থেকেই এসেছে সিংহভাগ। অল্প কয়েকজন এসেছে জেলা-বিভাগের সাধারণ পরিষদ থেকে। আমাদের গঠনতন্ত্রে সুস্পষ্ট রয়েছে জেলা-বিভাগে কার্যনির্বাহী কমিটি অথবা সাধারণ পরিষদ থেকে কাউন্সিলর মনোনয়ন করতে হবে। আমরা এই নির্দেশনা দিয়েই চিঠি দিয়েছি এবং সেটা সবাই অনুসরণও করেছে।’ গঠনতন্ত্র আলোচনা-অনুমোদন ছাড়াও এজিএমে ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পেশ করা হবে।