লিলের গোলকিপার লুকাস শেভালিয়ারকে পাঁচ বছরের চুক্তিতে ৪ কোটি ইউরোর বিনিময়ে দলে ভিড়িয়েছে পিএসজি। বেতনের সাথে চুক্তির শর্তানুযায়ী আরো দেড় কোটি ইউরো সম্ভাব্য বোনাস যোগ হবে বলে ইএসপিএন’র একটি সূত্র নিশ্চিত করেছে।
২৩ বছর বয়সী শেভালিয়ার ইতোমধ্যেই প্যারিসে মেডিকেল পরীক্ষা সম্পন্ন করেছেন। পিএসজির নতুন নাম্বার ওয়ান হিসেবে তাকে মাঠে দেখা যাবে। এর অর্থ হচ্ছে গত মৌসুমে পিএসজির ইতিহাস সৃষ্টিকারী দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা জিয়ানলুইজি দোন্নারুম্মা মূল দলে জায়গা হারিয়েছেন। এবারের গ্রীষ্মে তাকে নতুন ক্লাব খুঁজে নিতে হবে।
পিএসজি আর ইতালিয়ান গোলকিপার দোন্নারুম্মাকে দলে রাখতে চাইছে না। তার এজেন্ট এনজো রায়োলা জানিয়েছেন, পিএসজিকে চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড ও ইন্টার মিলানের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে।