যশোর জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটিতে সাবেক এমপি’র ভাই, জেলা জুড়ে ক্ষোভ
যশোর-৩ সদর আসনের পলাতক এমপি কাজী নাবিল আহমেদের ছোট ভাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক কাজী ইনাম আহমেদকে যশোর জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য করার প্রতিবাদে ফুঁসে উঠেছেন যশোরের সংগঠক ও খেলোয়াড়বৃন্দ। অবিলম্বে তাকে কমিটি থেকে অপসারণের দাবিতে একাট্টা হয়ে মাঠে নেমেছেন তারা। গতকাল জেলার এই ঘটনার প্রতিবাদে জেলা প্রশাসক এবং জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক বরাবর স্মারকলিপি প্রদান করেছেন জেলা ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকরা। ১১৬ জন স্বাক্ষরিত স্মারকলিপিতে নেতৃবৃন্দ বলেন, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটিতে নতুন সদস্য হিসেবে কাজী ইনাম আহমেদের নাম সংযোজন হওয়ায় আমরা রীতিমতো হতবাক, মর্মাহত, আশাহত এবং ক্ষুব্ধ। বিগত দিনে উনি যশোর জেলা ক্রীড়া সংস্থার সঙ্গে জড়িত ছিলেন কিন্তু কার্যত উনি খেলার উন্নয়ন, ক্রীড়া সংস্থার উন্নয়ন, মাঠ, খেলোয়াড়দের ভালো-মন্দ সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন। যশোরের ক্রীড়াঙ্গনে দীর্ঘদিনের সম্প্রীতি বিনষ্ট করে উনি রাজনৈতিক বিভাজন সৃষ্টির মাধ্যমে আওয়ামীকরণ ও দলীয়করণ করেছেন। কাজী ইনাম আহমেদ সদস্য হওয়ায় যশোর জেলা ক্রীড়া সংস্থার এবং যশোর ক্রীড়াঙ্গনে কোনো সুফল বয়ে আনা তো দূরের কথা বরং জেলা ক্রীড়া সংস্থার বিগত ১৪ বছরের অচল অবস্থা এবং জটিলতা আরও বৃদ্ধি হবে। উনি শুধু ব্যক্তি স্বার্থে যশোর জেলা ক্রীড়া সংস্থাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে থাকেন। যেটি উনি বিগত বছরগুলোতেও করেছেন। যার ফলে বিগত দিনে কাজী ইনাম আহমেদ জেলা ক্রীড়া সংস্থায় থাকাকালীন ক্রীড়াঙ্গনের দক্ষ সংগঠক ও খেলোয়াড়রা মাঠবিমুখ হয়ে পড়েন। তাই কাজী ইনাম আহমেদকে যশোর জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটিতে একজন সদস্যের নাম বাদ দিয়ে তাকে অন্তর্ভুক্ত করায় আমরা তীব্র্র প্রতিবাদ ও অসন্তোষ প্রকাশ করছি এবং অনতিবিলম্বে কাজী ইনাম আহমেদকে যশোর জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য পদ থেকে অপসারণ করারও জোর দাবি জানাচ্ছি। একই দাবিতে আজ সকাল সাড়ে ১১টায় যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামের আমেনা খাতুন ক্রিকেট গ্যালারির নিচে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন বিক্ষুব্ধ নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন- সাবেক জাতীয় ফুটবলার সৈয়দ মাশুক মো. সাথী, জেলা দলের সাবেক ক্রিকেটার মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, মোস্তাক নাসির টনি, খান শফিক মো. রতন, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ-সভাপতি মির্জা আখিরুজ্জামান সান্টু, সোনালী অতীত ক্লাবের সভাপতি এ বি এম আখতারুজ্জামান, ক্রীড়া সংগঠক হিমাদ্রী সাহা মনি, শহিদ হোসেন লাল বাবু প্রমুখ।