ইউনাইটেডকে এখনও চ্যাম্পিয়ন্স লিগের জন্য প্রস্তুত মনে করেন না কোচ
দলের শক্তি-সামর্থ্য, সম্ভাবনা-প্রত্যাশা নিয়ে বরাবরই অকপট হুবেন অ্যামুরি। উচ্চাশার ডানায় ভর না দিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ বাস্তবের জমিনে পা রাখতেই পছন্দ করেন। এই যেমন তিনি স্পষ্ট করেই বললেন, ইউরোপের শ্রেষ্ঠত্বের আসরে খেলার উপযোগী হয়ে উঠতে আরও সময় লাগবে তার দলের।
ইংলিশ প্রিমিয়ার লিগে গত মৌসুমে চরম হতাশাজনক পারফরম্যান্সে ১৫তম হয়ে এবার ইউরোপের কোনো টুর্নামেন্টে জায়গা করে নিতে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড। তবু চ্যাম্পিয়ন্স লিগে খেলার একটি সুযোগ ছিল। কিন্তু ইউরোপা লিগের ফাইনালে টটেনহ্যাম হটস্পারের কাছে হেরে সেই সুযোগও হারায় অ্যামুরির দল।
একসময় চ্যাম্পিয়ন্স লিগে যাদের উপস্থিতি ছিল নিয়মিত, যারা মাঠে নামত শিরোপার আশায়, সেই দল এখন টুর্নামেন্টটি থেকে অনেক দূরে। সেই দূরত্ব ঘুচিয়ে দিতেও সময় লাগবে, বুধবারের লিগ কাপের ম্যাচের আগে বললেন অ্যামুরি।
“আমার মনে হয়, আমরা এখনও ইউরোপের জন্য প্রস্তুত নই, এটা আমার ভাবনা। চ্যাম্পিয়ন্স লিগে কঠিন সব ম্যাচ, এরপর প্রিমিয়ার লিগের লড়াই, এসবের জন্য দল গড়ে তুলতে সময় লাগবে আমাদের।”
নতুন মৌসুমের শুরুটাও খুব আশা জাগানিয়া হয়নি ইউনাইটেডের। ইংলিশ প্রিমিয়ার লিগ শুরু করেছে তারা ঘরের মাঠে আর্সেনালের কাছে হেরে। দ্বিতীয় ম্যাচে এগিয়ে গিয়েও ড্র করেছে ফুলহ্যামের মাঠে।
বাস্তবতাকে আলিঙ্গন করেই ইউরোপ ভুলে আপাতত অ্যামুরির মনোযোগ দল গঠনে।
“ফুটবলারদের আগে লড়াই করতে হবে দলে জায়গার জন্য। এরপর সবকিছু বদলাতে পারে।”
“প্রতিটি ম্যাচই খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। আমাদেরকে আগে দলের ভিত শক্ত করতে হবে। এরপর ভবিষ্যতে হাঁটতে হবে সামনের পথে। আমাদের এমন একটি পর্যায়ে যেতে হবে, যেখানে সবাইকে ইউরোপে খেলার জন্য তৈরি থাকতে হবে।”