গত ১২ই আগস্ট কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লীগে সিরিয়ার ক্লাব আল কারামার বিপক্ষে বসুন্ধরা কিংসের জার্সিতে খেলার মধ্য দিয়ে বাংলাদেশের ক্লাবে অভিষেক হয়েছিল ইংল্যান্ড প্রবাসী ফুটবলার কিউবা মিচেলের। সান্ডারল্যান্ডের সাবেক এই ফুটবলারের এবার অভিষেক হলো লাল-সবুজ জার্সিতে। গতকাল এএফসি অনূর্ধ্ব-২৩ বাছাই পর্বে ভিয়েতনামের বিপক্ষে অভিষেক হয় কিউবা মিচেলের। তবে এই বৃটেন প্রবাসী ফুটবলারের অভিষেকটা ভালো হয়নি। স্বাগতিকদের বিপক্ষে ২-০ গোলের হার দিয়ে বাছাই শুরু করেছে বাংলাদেশ। আগের দিন ভিয়েতনাম পৌছালেও ফাহমিদুল ইসলামকে একাদশে রাখেনি বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। এদিকে অসুস্থতার কারণে গতকাল ডাগআউটে দাঁড়াতে পারেননি হেড কোচ সাইফুল বারী টিটু। এ নিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের ম্যানেজার শাহীন হাসান ভিয়েতনাম থেকে বলেন, ‘গতকাল সকালে টিটু ভাই আরো অসুস্থ হয়ে পরেন। আমরা খেলার জন্য সাত ঘণ্টা হোটেলের বাইরে থাকব। এই সময় তাকে দেখার কেউ থাকবে না। তাই আবার হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে স্যালাইন চলছে ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা করানো হয়েছে।’ এএফসি অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্টে হেড কোচকে প্রো-লাইসেন্সধারী হতে হয়। ডাগআউটে দাঁড়ানো কোচের সনদ না থাকলে ফেডারেশনকে জরিমানা করে এএফসি। সহকারী কোচ হাসান আল মামুনের বি লাইসেন্স। তাই ম্যানেজার শাহীন আগেভাগে এএফসিকে বিষয়টি জানিয়েছে। বাংলাদেশ কখনো এএফসি অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্টের মূল পর্বে খেলেনি। বাছাই পর্ব থেকে ১১ গ্রুপ চ্যাম্পিয়ন ও সেরা চার রানার্স আপ আগামী বছর সৌদি আরবে চূড়ান্ত পর্বে খেলবে। ভিয়েতনাম ছাড়া বাংলাদেশ গ্রুপের অন্য দুই দল ইয়েমেন ও সিঙ্গাপুর। আগামী ৬ই সেপ্টেম্বর ইয়েমেনে ও ৯ই সেপ্টেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে সাইফুল বারী টিটুর শিষ্যরা। স্বাগতিক ভিয়েতনামের কাছে প্রথম ম্যাচ হেরে মূল পর্বে খেলার স্বপ্ন অনেকটা ফিকে হয়ে গেল বাংলাদেশের। এশিয়ার ৪৪ দেশ ১১ গ্রুপে ভাগ হয়ে বাছাইয়ে অংশ নিচ্ছে।