প্রথম বাংলাদেশি হিসেবে এসএ টোয়েন্টিতে খেলবেন তাইজুল

প্রথম বাংলাদেশি হিসেবে এসএ টোয়েন্টিতে খেলবেন তাইজুল

দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লীগ এসএটোয়েন্টি-তে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে খেলবেন তাইজুল ইসলাম। মঙ্গলবার জোহানেসবার্গে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টটির নিলাম। সেখানে ৫ লাখ দক্ষিণ আফ্রিকান র‌্যান্ডে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৫ লাখ টাকা) তাইজুল ইসলামকে দলে টানে ডারবানস সুপার জায়ান্টস। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে দক্ষিণ আফ্রিকান ফ্র্যাঞ্চাইজি লীগটিতে খেলবেন ৩৩ বছর বয়সী তাইজুল।
বাংলাদেশ থেকে নিলামে নাম লেখান তাইজুলসহ ১৪ জন ক্রিকেটার। এরা হলেন সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, লিটন কুমার দাস, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, শেখ মেহেদী, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন পাটোয়ারি, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ, জাকের আলী, শরীফুল ইসলাম ও নাহিদ রানা। তবে দল পান শুধু তাইজুল। ডারবানে সতীর্থ হিসেবে বড় টি-টোয়েন্টি তারকাদেরই পাচ্ছেন এ টাইগার স্পিনার। দলে আছে হেনরিখ ক্লাসেন, সুনীল নারাইন, জস বাটলার, এইডেন মার্করামের মতো তারকারা। নিলামে নাম লেখান ৪৩ বছর বয়সী ইংলিশ কিংবদন্তি বোলার জেমস অ্যান্ডারসনও। তবে অবিক্রীত থেকে গেছেন তিনি। এ ছাড়া দল পাননি কুশল পেরেরা, মঈন আলী, জেসন রয়রাও। এর আগে দেশি-বিদেশি মিলিয়ে দক্ষিণ আফ্রিকার লীগটিতে খেলতে মোট ৭৮২ ক্রিকেটার ড্রাফটে নাম জমা দেন। নিলামে তোলা হয় মোট ৫৪১ জনকে, যেখানে বিদেশি ক্রিকেটারের সংখ্যা ২৪১ জন। নিলামে সবচেয়ে বেশি দামে বিক্রি হন এ সংস্করণের নতুন তারকা ডেওয়াল্ড ব্রেভিস। তাকে ১৬.৫ মিলিয়ন র?্যান্ডে দলে টানে প্রিটোরিয়া ক্যাপিটালস।
বাংলাদেশের টেস্ট দলের অবিচ্ছেদ্য নাম তাইজুল ইসলাম টি-টোয়েন্টিতে খুব বেশি সুযোগ পাননি। এ সংস্করণে তিনি ম্যাচ খেলেন স্রেফ দুটি। স্বীকৃত টি-টোয়েন্টিতে ১০৫ ম্যাচ খেলা এ বাঁহাতি স্পিনারের উইকেটসংখ্যা ৮৮টি। আগামী মৌসুমের এসএ টোয়েন্টি শুরু হবে ডিসেম্বরে। এ সময়ে হয়ে থাকে বাংলাদেশ প্রিমিয়ার লীগও (বিপিএল)। তাই দক্ষিণ আফ্রিকান ফ্র্যাঞ্চাইজি লীগটিতে সুযোগ পেলেও, তাইজুলকে সেখানে দেখা যাবে কি না, সে প্রশ্ন থেকেই যায়।