মেসিদের শহরে ম্যাচ আয়োজনে আপত্তি

মেসিদের শহরে ম্যাচ আয়োজনে আপত্তি

যুক্তরাষ্ট্রের মায়ামিতে স্প্যানিশ লা লিগার একটি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। বার্সেলোনা ও ভিয়ারিয়ালের মধ্যকার সে ম্যাচটি নিয়ে এবার আপত্তি জানিয়েছে স্প্যানিশ খেলোয়াড়দের এসোসিয়েশন (এএফই)। গত বৃহস্পতিবার রাতে বৈঠক শেষে এবারের মৌসুমের ২০ দলের অধিনায়ক এ প্রস্তাবের বিরোধিতা করেন।
এএফই দাবি করে, প্রথমবারের মতো লা লিগার কোনো ম্যাচ স্পেনের বাইরে নেয়ার বিষয়ে আরএফইএফ তাদের সঙ্গে কোনো প্রকার আলোচনা করেনি এবং পর্যাপ্ত তথ্য দেয়নি। তাই ফুটবলাররা এ বিষয়ে সমর্থন জানাতে পারছে না। সংগঠনটির বিবৃতিতে বলা হয়, ‘স্প্যানিশ ফুটবলারদের সংগঠন (এএফই) এবং লা লিগার সকল অধিনায়ক বৈঠক করে ১১ই আগস্ট আরএফইএফ কর্তৃক ঘোষিত এ মৌসুমে দেশের বাইরে লা লিগা ম্যাচের প্রস্তাব পর্যালোচনা করেছে এবং এ সিদ্ধান্তের বিরোধিতা করে উয়েফা এবং ফিফার কাছে তা উত্থাপন করা হবে।’ সেখানে আরও বলা হয়, ‘এএফই খেলোয়াড়দের বিষয়টি অবহিত করে তাদের মতামত জানার জন্য লা লিগাকে সমস্ত বিবরণসহ একটি বিস্তারিত প্রতিবেদন দিতে বলে। এ পরিস্থিতিতে আমরা বিবেচনা করি যে, খেলোয়াড়দের সঙ্গে কথা না বলে এবং তাদের কিছু না জানিয়ে লা লিগা এই প্রকল্প শুরু করেছে এবং সেটি আরএফইএফের পরিচালক বোর্ডের কোনো তথ্য ছাড়াই। খেলোয়াড়দের সঙ্গে আলোচনা না করেই এমন সিদ্ধান্ত নেয়া অসম্মানজনক। আমরা সম্মান ও স্বচ্ছতা চাই।’ আগামী ডিসেম্বরে বার্সার বিপক্ষে ভিয়ারিয়ালের হোম ম্যাচটি ৬৫ হাজার ধারণক্ষমতাসম্পন্ন মায়ামির হার্ড রক স্টেডিয়ামে আয়োজনের পরিকল্পনা করে রেখেছে আরএফইএফ। গত বছর কোপা আমেরিকার ফাইনাল ও চলতি বছরে ফিফা ক্লাব বিশ্বকাপের বেশ কয়েকটি ম্যাচ এখানে অনুষ্ঠিত হয়। যদিও এমন খবর এবারই প্রথম নয়। ২০১৮ থেকেই লা লিগার ম্যাচ যুক্তরাষ্ট্রে আয়োজনের চেষ্টা করছে আরএফইএফ। স্পেনের এ শীর্ষ লীগকে বিশ্বের সর্ববৃহৎ অর্থনীতির দেশে ছড়িয়ে দিয়ে বাড়তি আয়ের উদ্দেশ্যেই এমন পরিকল্পনা নেয়া হয়। যদিও এখন পর্যন্ত ইউরোপিয়ান ফুটবল (উয়েফা) ও বিশ্ব ফুটবল নিয়ন্ত্রণ সংস্থার (ফিফা) থেকে কোনো আনুষ্ঠানিক সম্মতি মেলেনি। এ বিষয়ে অনেক আগে থেকেই নেতিবাচক অবস্থানে রয়েছে ইউরোপের সফলতম ক্লাব রিয়াল মাদ্রিদ।