শ্রীলঙ্কার বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ |পুরনো ছবি

শ্রীলঙ্কার বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে এক পরিবর্তন

এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নেমেছে বাংলাদেশ। আবুধাবিতে শনিবার টাইগারদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। খেলা শুরু রাত সাড়ে ৮টায়। যেখানে টসে হেরে আগে ব্যাট করবে বাংলাদেশ।

গ্রুপ ‘বি’-কে বলা হচ্ছে গ্রুপ অফ ডেথ। প্রতিটি ম্যাচই এখানে বাঁচা-মরার লড়াই। আজকের ম্যাচটাও তাই। জয় পেলে প্রসন্ন হবে শেষ চারের পথ, হারলে পড়তে হবে সমীকরণের মারপ্যাঁচে।

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ এমনিতেই উন্মাদনা ছড়ায়। তার ওপর আবার গুরুত্বপূর্ণ ম্যাচ— আকর্ষণের কমতি থাকবে না আজকের খেলায়। ফিরে আসতে পারে পুরনো দ্বৈরথ, ছড়াতে পারে বাড়তি উত্তেজনা।

২০১৮ সালের নিদাহাস ট্রফির পর থেকেই দুই দলের লড়াইটা জমতে শুরু করেছে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের সাথে হওয়া অ্যাঞ্জেলো ম্যাথিউসের টাইমড আউট আগুনে যেন ঘি ঢেলে দিয়েছে।

তবে সে সব অতীত দ্বৈরথ ছাপিয়ে জয় পেতে চায় টাইগাররা। বিপরীতে সবশেষ সিরিজে হেরে যাওয়া বাংলাদেশের বিপক্ষে প্রতিশোধ নিতে চাইবে শ্রীলঙ্কা।

গুরুত্বপূর্ণ এই ম্যাচে একটা পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। তাসকিন আহমেদকে পাচ্ছে না আজ। তার বদলে একাদশে আসছেন শরিফুল ইসলাম। হংকংয়ের বিপক্ষে খেলা বাকি সবাই থাকছেন দলে।

বাংলাদেশ একাদশ : পারভেজ ইমন, তানজিদ তামিম, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম পাটোয়ারী, শেখ মাহেদী, রিশাদ হোসেন, তানজিম সাকিব, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।