‘শুধু ভারতের বিপক্ষে নয়, পুরো টুর্নামেন্ট জিততে চায় পাকিস্তান’
আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। আজ রাতে সেই কাঙ্খিত ম্যাচে একে অপরের মুখোমুখি হবে ভারত, পাকিস্তান। স্বাভাবিকভাবে ভারত, পাকিস্তান ম্যাচের যে রাজনৈতিক উত্তাপ তা ধরা দেয় খেলার মাঠেও। এর আগেও এশিয়া কাপে ভারত, পাকিস্তানের ম্যাচ বাতিলের দাবি ওঠে। তবে ম্যাচের আগে এ বিষয়ে কথা বলতে শুরু করেছেন সাবেক এবং বর্তমান ক্রিকেটাররা। তেমনি পাকিস্তানি ওপেনার সাইম আইয়ুব বলেন, ‘শুধু ভারতের বিপক্ষে নয়, পুরো টুর্নামেন্ট জিততে চায় পাকিস্তান’। সাইম বলেন,‘এখন আমার প্রধান লক্ষ্য হলো দলকে জয়ের পথে নেতৃত্ব দেয়া। ভারত,পাকিস্তান ম্যাচ সমর্থকদের জন্য অনেক বড় ব্যাপার। তবে আমরা সেটা নিজেদের মতো করে দেখি। প্রতিটি খেলোয়াড় নিজের সেরাটা দেয়ার চেষ্টা করবে।’
ওপেনার এ ব্যাটার আরো বলেন, ‘পাকিস্তান দলে সাফল্য নির্ভর করছে কেবল এক-দুজনের ওপর নয়। প্রত্যেক ম্যাচে ভিন্ন ভিন্ন খেলোয়াড়ের এগিয়ে আসা দরকার। আমাদের মধ্যে পারস্পরিক আস্থা আছে। সবাই একে অপরকে সহায়তা করছে।’
পরিসংখ্যানের দিক থেকে এগিয়ে আছে ভারত। পাকিস্তানের স্কোয়াডে নেই বাবর আজম, মোহাম্মাদ রিজওয়ানদের মতো ওপেনাররাও। শেষ দেখায়, ২০২৪ সালের বিশ্বকাপে পাকিস্তানকে ৬ রানে হারায় ভারত। সেম্যাচে ভারতের পেসার জসপ্রীত বুমরাহ হন ম্যাচসেরা। এবারও ভারতদলের মূল শক্তির একজন এ পেসার। এ বিষয়ে সাইম আইয়ুব বলেন, ‘আমি যেকোনো বোলারের মুখোমুখি হতে প্রস্তুত। এটা চ্যালেঞ্জ, আর আমি সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।’
এশিয়া কাপে ইতিমধ্যে ভারত, পাকিস্তান দু’দলই একটি করে ম্যাচ খেলেছে। পাকিস্তান ওমানের বিপক্ষে ৯৩ রানের বিশাল জয় পেয়েছে। আর সংযুক্ত আরব আমিরাতের বিপরীতে ৯ উইকেটের জয় দেখে ভারত।