ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। ছবি: রয়টার্স।

‘বিশ্বকাপের জন্য ইংল্যান্ডের নিখুঁত টেমপ্লেট সার্বিয়া ম্যাচ’

বিশ্বকাপ বাছাইয়ে ইংল্যান্ড জয়রথে থাকলেও কোচ টমাস টুখেলের সমালোচনা হচ্ছিল। সার্বিয়াকে উড়িয়ে দেওয়ার পর সেটা আপাতত বন্ধ। অধিনায়ক হ্যারি কেইন মনে করেন, বিশ্বকাপের জন্য এই ম্যাচ হওয়া উচিত তাদের টেমপ্লেট।

সার্বিয়ার মাঠে মঙ্গলবার ‘কে’ গ্রুপের ম্যাচে ৫-০ গোলে জিতেছে ইংল্যান্ড। বিশ্বকাপ বাছাইয়ের একপেশে ম্যাচটিতে একটি করে গোল করেছেন কেইন, ননি মাদুয়েকে, এজরি কোনসা, মার্ক গেয়ি ও মার্কাস র‌্যাশফোর্ড।

বাছাইয়ে আগের চার ম্যাচেই জেতে ইংল্যান্ড। তবে অ্যান্ডোরা, আলবেনিয়া ও লাটভিয়ার বিপক্ষে জয়ের ধরনের জন্য নিজের কৌশল ও দল নির্বাচন নিয়ে কিছুটা সমালোচনার মুখে ছিলেন টুখেল।

সার্বিয়ার বিপক্ষে অবশ্য দারুণ ফুটবল খেলেই জয় পায় ইংল্যান্ড। ম্যাচ শেষে ব্রডকাস্টার আইটিভির সঙ্গে আলাপচারিতায় কোচের কৌশলে আস্থা থাকার কথা বললেন অধিনায়ক কেইন।

“বাইরে প্রচুর কথা হচ্ছে। তবে যা করছি, তা নিয়ে আমরা খুশি। প্রতিপক্ষের ১১ জন রক্ষণে বসে থাকলে আমাদের সেই দেয়াল ভাঙতে হয় এবং ধৈর্য ধরতে হয়, তখন কাজটা সবসময় সহজ হয় না।”

“আমরা জানতাম, আজ রাতে শ্রেয়তর প্রতিপক্ষ ও শ্রেয়তর খেলোয়াড়দের বিপক্ষে আমাদের বড় পরীক্ষা হবে। আমরা বলেছিলাম, বল ছাড়া প্রবল চাপে আমরা কী করতে পারি সেটা দেখাতে চাই, ওদের জন্য কাজটা কঠিন করে তুলতে চাই।”

বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নেওয়ার খুব কাছে দাঁড়িয়ে ইংল্যান্ড। সার্বিয়ার বিপক্ষে জয়ের কৌশলই আগামী আসরে ব্যবহার করতে চান অধিনায়ক কেইন।

“প্রতিযোগিতা শুরুর পর ফর্মেশন ও আমাদের খেলার ধরন চূড়ান্ত হবে। অবশ্যই হয়তো কিছু ম্যাচ থাকবে, যেখানে প্রতিপক্ষ বিবেচনায় আমাদের কিছুটা পরিবর্তন করতে হবে। তবে আমরা নিজেদের মতো করেই খেলতে চাই- আমরা ফ্রন্টফুটে থাকতে চাই এবং বল হারালে দ্রুত পুনরুদ্ধার করতে চাই, ভালোভাবে রিকভার করতে চাই।”

“আপনি বলতে পারেন, আজকেরটা ছিল নিখুঁত টেমপ্লেট এবং এখন থেকে বিশ্বকাপ পর্যন্ত আমাদের কঠিন ম্যাচ আসবে। এটাকে আমরা শুরু হিসেবে দেখতে পারি এবং ম্যাচটিতে খেলার মান ছিল অনেক উঁচুতে।”

আগামী ৯ অক্টোবর ওয়েলসের বিপক্ষে খেলবে ইংল্যান্ড। এর পাঁচ দিন পর বিশ্বকাপ বাছাইয়ে লাটভিয়ার মুখোমুখি হবে তারা।